Video: রাহুলের হয়ে স্লোগান তুলছিলেন নেতারা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ

Video: রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। সেখানে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ।

Video: রাহুলের হয়ে স্লোগান তুলছিলেন নেতারা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ
Image Credit source: স্ক্রিনশট (Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 4:38 PM

বিলাসপুর: ভরা জনসভায় মঞ্চ ভাঙল কংগ্রেসের (Congress)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের বিরোধিতায় ছত্তীসগঢ়ের বিলাসপুরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। গতকাল প্রতিবাদ মিছিলের শেষে অস্থায়ী মঞ্চে ভিড় করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। রাহুলের সাংসদ পদ খারিজের বিরোধিতায় স্লোগান ওঠে। সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্টেজটি। এই ঘটনায় কংগ্রেসের দুই বিধায়ক এবং কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দেবকীনন্দন চকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে। কর্মসূচি চলাকালীন সেখানে হঠাৎই ভেঙে পড়ে মঞ্চ। ছত্তীসগঢ় কংগ্রেসের প্রধান মোহন মারকামও উপস্থিত ছিলেন এই মঞ্চে। তবে তিনি জখম হননি বলেই জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছোট্ট মঞ্চে অনেকজন মিলে উঠে পড়েছিলেন। অতিরিক্ত লোকের ভার সহ্য করতে না পারায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই মঞ্চ। কংগ্রেস বিধায়ক শৈলেশ পাণ্ডে, রেশমি সিং সহ অন্যান্য কংগ্রেস নেতা-কর্মীরা আহত হয়েছেন এই ঘটনায়।

সংবাদ সংস্থা এএনআই-র ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি অস্থায়ী মঞ্চের মধ্যে ভিড় করে রয়েছেন কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। চারদিকে লোকে লোকারণ্য। হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই মঞ্চ। মুহূর্তের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয় সেখানে। উল্লেখ্য, গতকাল কংগ্রেসের তরফে গান্ধী চক থেকে দেবকীনন্দন চক পর্যন্ত’গণতন্ত্র বাঁচাও টর্চ শোভাযাত্রা’ করা হয়। দেবকীনন্দন চকেই তৈরি ছিল মঞ্চ। আর গতকাল সন্ধেবেলা সেখানে শোভাযাত্রা পৌছনোর পর প্রথম সারির কংগ্রেস নেতা সহ দলীয় নেতা-কর্মীরাও অস্থায়ী মঞ্চে উঠে পড়েন। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ।