Vistara Flights: একের পর এক বিমান বাতিল ভিস্তারার, চরম ভোগান্তি যাত্রীদের

Vistara Flight Cancellation: সোমবারই ভিস্তারার তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে 'বহুসংখ্যক' বিমান বাতিল করা হয়েছে। বিলম্বও হচ্ছে বহু উড়ানে। ক্রু-এর অভাব-সহ একাধিক কারণে বিমান বাতিল করা হয়েছে। আপাতত ফ্লাইট অপারেশন কমিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে তারা।

Vistara Flights: একের পর এক বিমান বাতিল ভিস্তারার, চরম ভোগান্তি যাত্রীদের
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 02, 2024 | 10:43 AM

নয়াদিল্লি: দেশজুড়ে একের পর এক বিমান বাতিল করছে ভিস্তারা। পাইলট নিয়ে সমস্যার জেরে এখনও অবধি ৩৮টি বিমান বাতিলের খবর সামনে এসেছে। মুম্বই থেকে ১৫টি, দিল্লি থেকে ১২টি ও বেঙ্গালুরু থেকে ১১টি উড়ান বাতিল হয়েছে। সোমবারই ৫০টি বিমান বাতিল করে ভিস্তারা।

শুধু বাতিলই নয়, ১৬০টির বেশি বিমান দেরিতে ওড়ে। বিমান বাতিলের কারণে চরম সমস্য়ায় যাত্রীরা। কেউ কেউ অভিযোগও তোলেন, যথাযথ খবর পর্যন্ত তাঁরা পাননি। বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। তাঁদের অভিযোগ, যাত্রীসুরক্ষার বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বই দেয়নি।

যদিও সোমবারই ভিস্তারার তরফে জানানো হয়েছে, গত কয়েকদিনে ‘বহুসংখ্যক’ বিমান বাতিল করা হয়েছে। বিলম্বও হচ্ছে বহু উড়ানে। ক্রু-এর অভাব-সহ একাধিক কারণে বিমান বাতিল করা হয়েছে। আপাতত ফ্লাইট অপারেশন কমিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে তারা।

সূত্রের খবর, বেতন কাঠামোর বদল করেছে সংস্থা। এমনও অভিযোগ, ইমেল করে সেই পরিকাঠামো বদলের বিষয়টি পাইলটদের জানানো হয়েছে। আর একেবারে শর্ট নোটিসে তাতে সই করে পাঠাতেও বলা হয়েছে। এ নিয়েই পাইলটদের ক্ষোভ।

সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক এ নিয়ে ইতিমধ্যেই ভিস্তারার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অন্যদিকে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে তাঁরা ফ্লাইটের স্টেটাস দেখে নিন।