‘এখন দেশের পাশে থাকার সময়’, সীমানায় কৃষক আন্দোলন প্রত্যাহারের আবেদন কৃষক নেতার

প্রায় ৬ মাস হতে চলল দিল্লির সীমানায় অবস্থান-আন্দোলন করছেন কৃষকরা (Farmer Protest)।

'এখন দেশের পাশে থাকার সময়', সীমানায় কৃষক আন্দোলন প্রত্যাহারের আবেদন কৃষক নেতার
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 21, 2021 | 2:24 PM

নয়া দিল্লি: একদিকে রাজধানীজুড়ে অতিমারির (COVID-19) করাল গ্রাস। অন্যদিকে কেন্দ্রের তিন কৃষি আইন নিয়ে দিল্লি সীমানায় কৃষকদের আন্দোলন। ইতিমধ্যেই দু’ জন কৃষক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলেও খবর। পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সব দিক বিচার করে কৃষকদের আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়ানোর আবেদন করলেন ভারতীয় কিসান ইউনিয়নের (BKU) মুখপাত্র ভোপাল সিং।

সংবাদসংস্থা এএনআইকে ভোপাল সিং জানান, “সিংঘু সীমানায় করোনা আক্রান্ত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ভাবে যদি কৃষকদের মৃত্যু হয় তবে আন্দোলন করবেন কারা? আমি সমস্ত কৃষকদের কাছে আবেদন করব দেশের এই সঙ্কটের বিষয়টি বুঝুন। কিছুদিনের জন্য আমাদের এই আন্দোলন বন্ধ রাখা উচিৎ।”

ভোপাল সিংয়ের কথায়, “আমরা যদি বেঁচে থাকি তা হলেই না লোকে আমাদের ‘অন্নদাতা’ বলে ডাকতে পারবেন। আমরা বেঁচে থাকলে তবেই আমাদের ফসলকে সুরক্ষিত করতে পারব। আমরা ভবিষ্যতে আবারও আন্দোলন করব। তবে এই আন্দোলনের জন্য এখন সঠিক সময় নয়। এই কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের পাশে দাঁড়ানো উচিৎ।”

আরও পড়ুন: মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, মৃত্যু পথযাত্রী মুসলিম কোভিড রোগীর কানে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক

প্রায় ৬ মাস হতে চলল দিল্লির সীমানায় অবস্থান-আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন তিন কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এ নিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকও করেছেন কৃষক প্রতিনিধিরা। তবে কোনও বৈঠকেই রফাসূত্র মেলেনি। এরইমধ্যে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। সূত্রের খবর, পঞ্জাবের দুই কৃষক হরিয়ানার সোনিপতে কৃষক আন্দোলনে যোগ দেন। গত বুধবারই মৃত্যু হয় তাঁদের। একজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।