Corona Cases and Lockdown News: সহযোগিতার হাত বাড়িয়েও হেনস্থার শিকার রেড ভলান্টিয়ার্স! ঝামেলা গড়াল থানা-পুলিশে
গত মঙ্গলবার দেশজুড়ে মোট ১১.৬৬ লক্ষ মানুষ করোনা টিকা পেয়েছেন, যা বিগত দুই মাসে সর্বনিম্ন টিকাকরণের সংখ্যা।
দেশে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৪২০৯ জনের। অন্যদিকে, একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১। এরমধ্য়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫ জন।
করোনা সংক্রমণ সামাল দিতেই হিমশিম খাচ্ছে কেন্দ্র-রাজ্য, তারই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। দিল্লিতে কমপক্ষে ২০০ জন করোনা রোগীর শরীরে দেখা মিলেছে এই ছত্রাক সংক্রমণের। গতকালই কেন্দ্রের তরফে পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানানো হয়। অন্যদিকে, করোনার দৈনিক পরীক্ষা বৃদ্ধি করার স্বার্থে এ বার আরটিপিসিআর ছেড়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপরই আস্থা রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত আরটিপিসিআর টেস্টের সংখ্যা কমাতে শুরু করেছে কেন্দ্র। গত সপ্তাহে গোটা দেশে যেখানে আরটিপিসিআর টেস্টের সংখ্যা ১৬ লক্ষ ছিল, সেটাই বর্তমানে কমিয়ে ১২-১৩ লক্ষে নিয়ে আসা হয়েছে। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
সহযোগিতার হাত বাড়িয়েও হেনস্থার শিকার রেড ভলান্টিয়ার্স! ঝামেলা গড়াল থানাপুলিশে
করোনা (Corona) আবহে বামেদের রেড ভলান্টিয়ার্স (Red Volunteers)-এর কাজ সব মহলের প্রশংসা কুড়িয়েছে। অক্সিজেন যোগাড় করা থেকে করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা, সব কাজেই পাশে পাওয়া গিয়েছে তাঁদের। সেই রেড ভলান্টিয়ারদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করল এক রোগী পরিবার!
অক্সিজেন সিলিন্ডারকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড ঘটল আসানসোলে। এক রোগী পরিবারের সঙ্গে রেড ভলান্টিয়ার্সের বিবাদ চলে এল প্রকাশ্যে। দু’পক্ষের ঝগড়া-বিবাদ, অশ্রাব্য ভাষার গালিগালাজ শোনা গেল ফেসবুক লাইভে। তার পর সেই মামলা গড়াল থানা পুলিশ পর্যন্ত।
বিস্তারিত পড়ুন: সহযোগিতার হাত বাড়িয়েও হেনস্থার শিকার রেড ভলান্টিয়ার্স! ঝামেলা গড়াল থানাপুলিশে
-
এখনও মাস্ক পরেন না ৫০ শতাংশ মানুষ
করোনা-সুনামিতে (COVID-19) নাকানিচোবানি খাচ্ছে দেশ। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার যেমন বেশি, তেমনই সংক্রমণের বলিও প্রচুর। অথচ এখনও সতর্কতা নেই মানুষের মধ্যে। দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ এখনও মাস্ক পরছেন না। ৬৪ শতাংশ মানুষ মাস্ক পরলেও নাক উন্মুক্ত। অর্থাৎ করোনার প্রবেশদ্বার খুলেই রাখছেন তাঁরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক সমীক্ষায় সম্প্রতি উঠে এসেছে এমনই দায়িত্বজ্ঞানহীনতার চিত্র।
বিস্তারিত পড়ুন: সচেতনতাকে গোল্লায় পাঠিয়ে অন্যকেও বিপদে ফেলছেন আপনি!
-
-
মুসলিম করোনা রোগীকে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক
মানবতাই শেষ কথা! তার ঊর্ধ্বে কোনও ধর্ম নেই, থাকতেও পারে না। এই বিশ্বাস থেকেই মৃত্যু পথযাত্রী কোভিড রোগীর কানে কানে ইসলামের পবিত্র বাণী আওড়ালেন হিন্দু চিকিৎসক। বললেন, এটা ‘হিউম্যান অ্যাক্ট’। মানবতার বহিঃপ্রকাশ। কেরলের এক হাসপাতালের এই ঘটনায় মুগ্ধ সোশ্যাল মিডিয়া।
সবিস্তারে পড়ুন: মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, মৃত্যু পথযাত্রী মুসলিম কোভিড রোগীর কানে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক
-
দিল্লিতে ফের টিকা সঙ্কট
সংক্রমণ কিছুটা কমলেও টিকা সঙ্কট মিটছে না দিল্লিতে। এ দিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য কোভিশিল্ডের টিকা নেই, কোভ্যাক্সিন যা পড়ে রয়েছে, তাও আগামী কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। বহু টিকাকরণ কেন্দ্রই পর্যাপ্ত টিকা না থাকায় বন্ধ হয়ে গিয়েছে।
We don't have Covisheild vaccines for the 18-44 age group & the available stock of COVAXIN vaccine for the same age group will be consumed soon. Many vaccination centers will be closing today: Delhi Health Minister Satyendar Jain pic.twitter.com/DtTcfcPf84
— ANI (@ANI) May 21, 2021
-
করোনা মুক্তিতে আয়ুর্বেদিক টোটকা, শিকেয় উঠল সামাজিক দূরত্ব
আয়ুর্বেদিক ওষুধ খেলেই সেরে যাবে করোনা, যাঁরা করোনা আক্রান্ত হননি, তাঁরাও সুরক্ষিত থাকবেন। এমনই এক চিকিৎসকের কথায় বিশ্বাস করে অন্ধ্র প্রদেশের কৃষ্ণাপটনম গ্রামে দেখা গেল লম্বা লাইন। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের বালাই ছিল না সেখানে।
Andhra Pradesh | People in very large numbers gather at Krishnapatnam village in Nellore district where an Ayurvedic practitioner is distributing medicines for COVID19; social distancing norms flouted pic.twitter.com/plv60oxtXl
— ANI (@ANI) May 21, 2021
-
-
বারাণসীর স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর
নতুন চ্যালেঞ্জের মুখে দাড়িয়ে রয়েছে ভারত, তার জন্য যথোপযুক্ত প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলতে বলতে করোনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভেঙে পড়েন প্রধানমন্ত্রী, তবে পরের মূহুর্তেই নিজেকে সামলে নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।
বিস্তারিত পড়ুন: ‘নতুন চ্যালেঞ্জ ব্ল্যাক ফাঙ্গাস, প্রস্তুত থাকতে হবে আমাদের’, কান্নাভেজা গলাতেই নমোর বার্তা
-
দুই ডোজ়ের ব্যবধানেই দেহে বাড়বে অ্যান্টিবডি
ভারতে করোনা টিকাকরণে দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়াতেই অনেকে টিকার কার্যকারিতার যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু ভারতের দেখানো পথেই এ বার হাঁটতে চলেছে বাকি দেশগুলিও। কারণ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় উঠে আসছে একই তথ্য- দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়ালে টিকার কার্যক্ষমতা প্রায় ৩০০ শতাংশ অবধি বৃদ্ধি পেতে পারে।
বিস্তারিত পড়ুন: দেরীতে দ্বিতীয় ডোজ়ে লাভই বেশি, মিলবে ৩০০ শতাংশ অধিক অ্যান্টিবডি, দাবি গবেষণায়
-
২ লক্ষ কোভিশিল্ডের ডোজ় পাচ্ছে কর্নাটক
কর্নাটকে আসছে কোভিশিল্ডের ডোজ়। এ দিন মোট ২ লক্ষ কোভিশিল্ডের ডোজ় পৌঁছে যাবে কর্নাটকে। এখনও পর্যন্ত ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৬০টি কোভিশিল্ডের ডোজ় ও ১১ লক্ষ ৬৬ হাজার ২৮০ ডোজ় কোভ্যাক্সিনের টিকা পাঠানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে।
Karnataka will receive 2 lakh doses of Covishield today. So far we've received 1,24,20,510 doses incl 1,13,26340 (1,01,60,060 Covisheid&11,66,280 covaxin) from GoI & 10,94,170 (9,50,000 covishield&1,44,170 covaxin) from state procurement: Karnataka Health Minister pic.twitter.com/2f8d6aPckV
— ANI (@ANI) May 21, 2021
-
করোনা মোকাবিলায় আধিকারিকদের সঙ্গে বৈঠক যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশে করোনা পরিস্থিতি যাচাই ও নিয়ন্ত্রণে টিম-৯ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ ने वीडियो कांफ्रेंसिंग के जरिए कोरोना वायरस पर टीम-9 के साथ बैठक की। #COVID19 pic.twitter.com/KbWDK2pvwi
— ANI_HindiNews (@AHindinews) May 21, 2021
-
করোনায় স্বজনহারাদের সাহায্যের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
করোনা সংক্রমণের জেরে যদি কোনও মহিলা বা বৃদ্ধ সমস্যায় পড়েন, বিশেষত যদি কোনও শিশু অনাথ হয়ে যায়, তবে সেক্ষেত্রে যেন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের তরফে তাদের সুরক্ষা দিতে দ্রুত পদক্ষেপ করা হয়, তার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক।
Ministry of Home Affairs issued an advisory to States/UTs to take immediate steps for the protection of vulnerable sections of society including women, senior citizens, particularly children who have been orphaned due to #COVID19 pic.twitter.com/KCiTIbnrSf
— ANI (@ANI) May 21, 2021
-
তামিলনাড়ুতে পুজো ‘করোনা দেবী’কে
করোনা সংক্রমণ রুখতে পারেন একমাত্র ভগবানই, সেই বিশ্বাসেই তামিলনাড়ুর কোয়েম্বাটোরে করোনা দেবীর বিগ্রহ স্থাপন করে পুজো দেওয়া হল। পুরোহিতের মতে, যদি নিয়মিত করোনা দেবীর কাছে প্রার্থনা করা হয়, তবেই তিনি প্রাণ ভরে আশির্বাদ করবেন এবং করোনা থেকে মুক্তি পাওয়া যাবে।
Tamil Nadu: Priests offer special prayer to 'Corona Devi' in a temple in Coimbatore to contain the spread of #COVID19
"We are continuously praying to 'Corona Devi' to show mercy on us and help us get rid of this virus," said Temple Priest (19.05) pic.twitter.com/wWu8wFm9xt
— ANI (@ANI) May 21, 2021
-
কমেই চলেছে দৈনিক টিকাকরণের সংখ্যা
দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে সামলাতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে টিকাকরণের হিসাবে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সরকারি নথি অনুযায়ী, টানা সাতদিন ধরে দেশে টিকাকরণ সবচেয়ে কম হয়েছে। গত মঙ্গলবারই দেশজুড়ে মোট ১১.৬৬ লক্ষ মানুষ করোনা টিকা পেয়েছেন, যা বিগত দুই মাসে সর্বনিম্ন টিকাকরণের সংখ্যা। চলতি সপ্তাহের মঙ্গলবারের আগে শেষবার এত কম সংখ্যক মানুষ টিকা পেয়েছিলেন ১৪ মার্চ, মাত্র ১৩.৪২ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছিল। একদিকে যেখানে নিত্যদিনই সংক্রমণে মৃতের সংখ্যায় রেকর্ড গড়ছে দেশ, সেখানে এইভাবে টিকাকরণের হার কমে যাওয়াকে উদ্বেগজনক বলেই অ্যাখা দিয়েছেন গবেষকরা।
বিস্তারিত পড়ুন: বিগত দুই মাসে সর্বনিম্ন টিকাকরণ মঙ্গলবারে, আদৌই কি মিটবে টিকা সঙ্কট?
-
অটোই অ্যাম্বুলেন্স, কর্নাটকের কালাবুর্গিতে চালু হল ২৪ ঘণ্টার পরিষেবা
অ্যাম্বুলেন্সের অভাবে যাতে কোনও করোনা রোগীর হাসপাতালে যেতে সমস্যা না হয়, সেই কারণে কালাবুর্গি সিটি কর্পোরেশনের তরফে ২৪/৭ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল।
Karnataka | Kalaburagi City Corporation has launched 24*7 auto ambulance service for COVID patients. "Sometimes ambulances don't reach on time, with our free service people can get instant help. Three autos to ply in noon & two at night," said Commissioner Snehal Lokhande(20.05) pic.twitter.com/Tk9OW36rSm
— ANI (@ANI) May 21, 2021
Published On - May 21,2021 4:58 PM