Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে তাপপ্রবাহ, আর কী বলল মৌসম ভবন?
Weather Update: আগামী ২ দিনে দেশের মধ্য ভাগে সার্বিক তাপমাত্রায় খুব বেশি ফারাক হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ২ দিন পর ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে।
নয়া দিল্লি: সাইক্লোনের প্রভাব কমেছে তবে দেশের একাধিক জায়গায় আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। মূলত উত্তর-পূর্ব ও মধ্য ভারতের কিছু জায়গায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে দেশের আর এক অংশে আগামী ৪-৫ দিন তাপপ্রবাহ জারি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। যে সব জায়গায় তাপপ্রবাহ চলবে, তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ।
ওড়িশার বেশ কিছু জায়গা, বিদর্ভ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে আগামী ৫ দিন ধরে। এছাড়া অন্ধ্র প্রদেশ, ইয়ানাম, মধ্য প্রদেশের কিছু অংশ, উত্তর প্রদেশের একটা অংশ, বিহারেও তিন দিন ধরে এই তাপপ্রবাহের প্রকোপ চলবে। তবে আগামী ২ দিনে দেশের মধ্য ভাগে সার্বিক তাপমাত্রায় খুব বেশি ফারাক হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ২ দিন পর ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমবে।
একদিকে তাপপ্রবাহ চললেও, আর এক অংশে নামবে বৃষ্টি। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি হিমালয় ঘেঁষা পশ্চিমবঙ্গে জেলা ও সিকিমেও আগামী ৫ দিন ধরে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ১৬ ও ১৮ জুন অসম ও মেঘালয়ের একাধিক জায়গায় হবে বৃষ্টিপাত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ৫ দিন ধরেই আবহাওয়া এমনই থাকবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের পশ্চিম উপকূলে প্রবল প্রভাব দেখা গিয়েছে সাইক্লোন বিপর্যয়ের। তবে, সেই ঝড়ের প্রভাব ক্রমশ কমতে শুরু করেছে। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে গভীর নিম্মচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে সেই সাইক্লোন।