Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ত্রিপুরায় কি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক হবে? চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জুন

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, স্বাস্থ্য দফতর ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।

ত্রিপুরায় কি মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক হবে? চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জুন
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 10:21 PM

আগরতলা: করোনা আবহে দ্বাদশের পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় বোর্ড। তারপর পরীক্ষা বাতিল করেছে একাধিক রাজ্যও। পরীক্ষা বাতিল করেছে পশ্চিমবঙ্গের সরকারও। কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়নি ত্রিপুরা (Tripura)। বিপ্লব দেবের সরকার জানিয়েছে, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না সে বিষয়ে আগামী চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নিতে পারে ২১ জুন।

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, স্বাস্থ্য দফতর ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ১ সপ্তাহ সময় নিল সে রাজ্যের সরকার। রতনলাল নাথ জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ২১ জুন। কয়েকদিন আগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা জানিয়েছিলেন, এ বার মাধ্যমিকে ৩০ শতাংশ পাঠক্রম কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ৭০ শতাংশ পাঠক্রমে পরীক্ষা দিতে পড়ুয়াদের।

কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল করার পর, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কেন্দ্রকে মূল্যায়ন পদ্ধতি নির্ধারনের জন্য ২ সপ্তাহ সময়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, কোন পথে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? জনমত যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল বাংলার স্কুল শিক্ষা দফতর। সাধারণ মানুষ, অভিভাবক ও পড়ুয়াদের মতামত জানতে তিনটি ইমেল আইডিও দিয়েছিল এই কমিটি। নির্দিষ্ট সময়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৩৪ হাজার জনমত সম্বলিত ইমেল এসেছে। ৮৩ শতাংশ উচ্চ মাধ্যমিক না করার পক্ষে। মাধ্যমিকও চাইছেন না অধিকাংশ। তাই বাতিল হয় মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক।

আরও পড়ুন: মানতেই হল নয়া ডিজিটাল নিয়ম, কমপ্লায়েন্স অফিসার নিয়োগ টুইটারের