Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Foxconn CEO: তাইওয়ানে চিনের চোখরাঙানি, পদ্মভূষণ দিয়ে বড় চাল দিল মোদী সরকার?

ফক্সকন তাইওয়ানের একটি সংস্থা। এই সংস্থা বিশ্বের মোট আইফোনের ৭০ শতাংশ অ্যাসেম্বল করে থাকে। আইফোনের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক প্রস্তুতকারক এই সংস্থা। কিন্তু গত দেড় বছরেরও বেশি সময় ধরে তাইওয়ানের সঙ্গে চিনের সম্পর্কের তীব্র অবনতি হয়েছে। পাশাপাশি কোভিড পরবর্তী সময়ে পরিস্থিতিরও উল্লেখযোগ্য বদল ঘটেছে।

Foxconn CEO: তাইওয়ানে চিনের চোখরাঙানি, পদ্মভূষণ দিয়ে বড় চাল দিল মোদী সরকার?
মোদীর সঙ্গে ফক্সকন কর্তা। ফাইল ছবি।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jan 26, 2024 | 4:53 PM

নয়াদিল্লি: তাইওয়ানের প্রযুক্তি সংস্থা ফক্সকনের চেয়ারম্যান এবং প্রধান কার্যনির্বাহী অফিসার (সিইও) ইয়ং লিউকে পদ্মভূষণ পুরস্কার দিয়েছে ভারত সরকার। বিশ্বের প্রথম সারির এই প্রযুক্তি সংস্থার কর্তাকে পদ্ম পুরস্কার দেওয়া হল। কিন্তু কেন? এর মধ্যে কী কোনও ভূরাজনৈতিক অঙ্ক কাজ করছে?

ফক্সকন কর্তা ইয়ং লিউ প্রথমে তিনটি সংস্থা তৈরি করেন। ১৯৮৮ সালে তিনি তৈরি করেন মাদারবোর্ড তৈরির সংস্থা ইয়ং মাইক্রো সিস্টেমস। ১৯৯৫ সালে তিনি তৈরি করেন আইসি ডিজাইন সংস্থা। ১৯৯৭ সালে তিনি তৈরি করেন আইটিই টেক সংস্থা।

ফক্সকন তাইওয়ানের একটি সংস্থা। এই সংস্থা বিশ্বের মোট আইফোনের ৭০ শতাংশ অ্যাসেম্বল করে থাকে। আইফোনের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক প্রস্তুতকারক এই সংস্থা। কিন্তু গত দেড় বছরেরও বেশি সময় ধরে তাইওয়ানের সঙ্গে চিনের সম্পর্কের তীব্র অবনতি হয়েছে। পাশাপাশি কোভিড পরবর্তী সময়ে পরিস্থিতিরও উল্লেখযোগ্য বদল ঘটেছে। এই পরিস্থিতিতে ফক্সকন ভারতে লগ্নি করতে আগ্রহী হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ভারতে বিপুল লগ্নি শুরু করেছে ফক্সকন। আগামী দিনে এ দেশে যাতে আইফোনের উৎপাদন শুরু করা যায়, সে চেষ্টাও চালাচ্ছে সরকার। এই পরিস্থিতিতে ফক্সকন কর্তাকে পদ্মভূষণ দেওয়া নিশ্চিত ভাবে অন্য গুরুত্ব যোগ করেছে।

গত বছর তথ্যপ্রযুক্তির শিল্পের নতুন গন্তব্য হিসাবে ভারতকে চিহ্নিত করেছিলেন তিনি। বলেছিলেন, “ভবিষ্যতে উৎপাদন শিল্পে গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠবে ভারত।” ফক্সকন কর্তা-সহ এ বছর ১৩২ জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা।