ISRO Tableau: কর্তব্যপথে ইতিহাস, ‘রকেট গার্ল’রা আসতেই দর্শকমহলে উন্মাদনা, দেখুন
ISRO Tableau Republic day parade 2024: 'চন্দ্রযান-৩ -এর ট্যাবলো নিয়ে কর্তব্য পথে এলেন ৮ মহিলা বিজ্ঞানী। ট্যাবলোয় তাঁদের কম্পিউটারে কর্মরত অবস্থায় দেখা যায়। আর তাঁদের ট্যাবলো, কর্তব্যপথে প্রবেশ করতেই, দর্শকদের মধ্যে দেখা গেল প্রবল উন্মাদনা। জনতার দিকে হাত নাড়তে দেখা যায় তাঁদের।
নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সকলের মন জয় করলেন ভারতের ‘রকেট গার্ল’রা। যে মহিলা বিজ্ঞানীরা ছিলেন চন্দ্রযান-৩ সফল অভিযানের নেপথ্যে। এবারের কুচকাওয়াজে ছিল নারী শক্তির প্রদর্শন। মহাকাশ গবেষণা সংস্থা, ‘ইসরো’র ট্যাবলয়েডেও দেখা গেল সেই নারী শক্তিরই জয়গান। ‘চন্দ্রযান-৩ -এর ট্যাবলো নিয়ে কর্তব্য পথে এলেন ৮ মহিলা বিজ্ঞানী। ট্যাবলোয় তাঁদের কম্পিউটারে কর্মরত অবস্থায় দেখা যায়। আর তাঁদের ট্যাবলো, কর্তব্যপথে প্রবেশ করতেই, দর্শকদের মধ্যে দেখা গেল প্রবল উন্মাদনা। জনতার দিকে হাত নাড়তে দেখা যায় তাঁদের। তবে, শুধু এই ৮ জনই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণে দর্শক আসনে উপস্থিত ছিলেন ইসরোর আরও ২২০ জন মহিলা বিজ্ঞানী।
VIDEO | Republic Day Parade: Indian Space Research Organisation (ISRO) tableau rolls on at the Kartavya Path. The tableau depicts the successful soft landing of Chandrayaan-3 on the Moon near south pole.@isro#RepublicDay2024 #RepublicDayIndia pic.twitter.com/2LyCyKX6T7
— Press Trust of India (@PTI_News) January 26, 2024
২০২৩-এ ভারতের উল্লেখযোগ্য সাফল্যের অন্যতম ছিল চন্দ্রযান-৩ অভিযান। ইসরোর এদিনের ট্যাবলোয় ছিল চাঁদের শিব-শক্তি পয়েন্ট, যেখানে নেমেছিল চন্দ্রযান-৩। এছাড়া ছিল বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের মডেল। কীভাবে পৃথিবীর কক্ষপথে আবর্তিত হতে হতে, মাধ্যাকর্যণ ছাড়িয়ে চাঁদের কক্ষ পথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩, তাও দেখানো হয় ট্যাবলোয়। গত বছর ইসরোর আরও এক বড় সাফল্য ছিল আদিত্য এল১ অভিযান। এল১ পয়েন্ট থেকে সূর্যকে পর্যবেক্ষণের পথে আর কোনও বাধা থাকে না। এই অভিযানেরও নেতৃত্বে ছিলেন এক মহিলা।
এছাড়া ‘বাহুবলী রকেট’ নামে পরিচিত, ভারতের লঞ্চ ভেহিকেল, মার্ক ৩-এর একটি মডেল, ভারত ভবিষ্যতে যে মহাকাশ স্টেশন তৈরি করবে তার একটি ছবি এবং গগনযান অভিযানের একটি ছবি ছিল ট্যাবলোয়। ভবিষ্যতের সঙ্গে ইতিহাসকেও যুক্ত করা হয়েছে ইসরোর ট্যাবলোয়।প্রাচীনকালের আর্যভট্ট এবং বরাহমিহিরের মতো ভারতের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীদের ছবিও ছিল ট্যাবলোয়।
কর্তব্যপথে কুচকাওয়াজের দর্শকাসনে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান, এস সোমানাথও। তিনি আগেই জানিয়েছেন, চন্দ্রযান-৩ অভিযান এবং আদিত্য এল-১ অভিযানে মহিলারা নেতৃত্ব দেওয়ার পর খুব শিগগিরই ভারত একজন মহিলাকে মহাকাশেও পাঠাতে পারে। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে গগনযানের প্রথম উড়ানে শুধুমাত্র পুরুষ মহাকাশচারীদের পাঠানোর কথাই ভাবা হয়েছিল। কিন্তু, পাইলটদের পরীক্ষার সময়, ভারতীয় বায়ুসেনায় প্রচুর দক্ষ মহিলা পাইলটের সন্ধান পাওয়া গিয়েছে। তাই এই অভিযানে ভারতীয় মহিলাদেরও মহাকাশচারী হিসাবে রাখা হতে পারে। মহিলাদের গগনযান মহাকাশচারী কর্পসের অংশ হতে এবং মিশন বিশেষজ্ঞ হিসাবে কাজ করার জন্য স্বাগত জানাবে ইসরো।