TIME ম্যাগাজিনের ‘প্রভাবশালী’ তালিকায় থাকা বৃন্দা গ্রোভারকে হঠাৎ কেন সরতে হল আরজি কর মামলা থেকে

RG Kar Case: আরজি কর মামলায় এই নিয়ে পরপর দু'বার বদল হল তিলোত্তমার পরিবারের আইনজীবী। এর আগে বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বদলে আর এক সিনিয়র আইনজীবী বৃন্দা গ্রোভারকে পছন্দ করেছিল আরজি করের নির্যাতিতার পরিবার।

TIME ম্যাগাজিনের 'প্রভাবশালী' তালিকায় থাকা বৃন্দা গ্রোভারকে হঠাৎ কেন সরতে হল আরজি কর মামলা থেকে
বৃন্দা গ্রোভারImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 5:41 PM

কলকাতা: আর জি কর মামলায় তিলোত্তমার হয়ে আর মামলায় লড়তে চাইছেন না বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। সুপ্রিম কোর্টে শেষ শুনানির পরই এই সিদ্ধান্ত জানান তিনি। আর তাঁর এই সিদ্ধান্তে অনেকেই রীতিমতো অবাক হয়ে যান। হঠাৎ কেন আইনজীবী সরে দাঁড়ালেন এই মামলা থেকে? সূত্রের খবর এই সিদ্ধান্তের মূল কারণ হল সিবিআই।

আরজি কর মামলায় এই নিয়ে পরপর দু’বার বদল হল তিলোত্তমার পরিবারের আইনজীবী। এর আগে বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বদলে আর এক সিনিয়র আইনজীবী বৃন্দা গ্রোভারকে পছন্দ করেছিল আরজি করের নির্যাতিতার পরিবার। গত সেপ্টেম্বর মাসে বিকাশ ভট্টাচার্য সরে দাঁড়ান এই মামলা থেকে। তারপরই বৃন্দা গ্রোভার মামলার দায়িত্ব নেন। কিন্তু এবার কেন সরলেন তিনি?

কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছেন বৃন্দা গ্রোভার। সূত্রের খবর, গত মঙ্গলবার শুনানির সময় বৃন্দা সিবিআই-এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আইনজীবী তুষার মেহতা আরজি কর ইস্যুতে শুধু অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের অপরাধের সঙ্গে যোগ তুলে ধরেন। কিন্তু তাতে বৃন্দা গ্রোভার কোনও আপত্তি জানাননি। পরিবারের আপত্তি ছিল সেখানেই।

সূত্রের খবর, সিবিআই-এর তদন্তে তেমন বড় গাফিলতি আছে বলে মনে করেননি আইনজীবী। এতেই উভয়ের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। তবে শুধু সিবিআই নয়। উভয়ের ভাষার পার্থক্যের জন্য পরিবার কী বোঝাতে চাইছেন সেটাও স্পষ্ট করা সম্ভব হয়নি। একই সঙ্গে পরিবার চেয়েছিল, নিম্ন আদালতে জুনিয়র নন, বৃন্দা গ্রোভার অথবা সিনিয়র কেউ আসুন। তবে বৃন্দার টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সেটা সম্ভব নয়।

চিকিৎসকরা অবশ্য পরিবারের সঙ্গে একমত। তাঁদের বক্তব্য, এত বড় অপরাধের পিছনে হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক দুর্নীতি যদি তদন্তে না উঠে আসে তাহলে সিবিআই-এর ভূমিকা নিয়ে নিশ্চিত প্রশ্ন উঠবে। ‘টাইম’ ম্যাগাজিনে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় থাকা বৃন্দার সরে যাওয়ার পর এই মামলা কোনও বর্ষীয়ান আইনজীবী গ্রহণ করেন কি না সেটাই দেখার।