The Kerala Story: মমতা সরকারকে সুপ্রিম নোটিস, ‘কেন নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি?’
The Kerala Story: ছবিটি নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরে সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়।
নয়া দিল্লি : সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। সারা দেশের বিভিন্ন অংশে শান্তিপূর্ণভাবে চলছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। কিন্তু পশ্চিমবঙ্গে কেন তা নিষিদ্ধ করা হল? কেন সিনেমাটি চালাতে দেওয়া হচ্ছে না? পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস দিয়ে এই সব প্রশ্নের জবাব চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা বলেছিলেন। পরে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব প্রেক্ষাগৃহে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা।
কী বললেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়?
প্রধান বিচারপতি এদিন বলেন, ‘সারা দেশে ছবিটি মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ সারা দেশের থেকে আলাদা নয়। যদি দেশের অন্যান্য জায়গায় ছবিটি চলতে পারে, তাহলে পশ্চিবঙ্গে কেন তা নিষিদ্ধ করার প্রয়োজন পড়ল? যদি মানুষ মনে করে সিনেমাটি দেখার মতো নয়, তাহলে দেখবে না। জনবিন্যাসের নিরিখে অন্যান্য রাজ্যও পশ্চিমবঙ্গের মতোই, তাহলে পশ্চিমবঙ্গের ছবিটি চালাতে অসুবিধা কোথায়?’
কী বলল রাজ্য?
এদিন রাজ্যের তরফে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীনী অভিষেক মনু সিংভি। তাঁর দাবি, এই সিনেমা সংক্রান্ত অন্যান্য় মামলায় সুপ্রিম কোর্ট নির্মাতাদের হাইকোর্টে যেতে বলেছে। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হতে পারে, এমন গোয়েন্দা রিপোর্ট ছিল রাজ্যের কাছে।’ পাশাপাশি, ‘ওয়েস্ট বেঙ্গল সিনেমাস আইন’ অনুযায়ী, রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে রাজ্যের কথা না শুনে কোনও অন্তর্বতী নির্দেশ দেওয়া হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত।
তামিলনাড়ুতেও ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কেন এমনটা করা হল, তা নিয়ে হলফনামা দিতে বলা হয়েছে তামিল সরকারকে।