বাড়তি কাজ করছেন কর্মীরা, জুনেই কেন্দ্রকে ১০ কোটি টিকা দেবে সেরাম
আকালের সময়ে এই পরিমান টিকা উৎপাদন করতে পারলে সমস্যা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নয়া দিল্লি: দেশজুড়ে টিকা (COVID Vaccine) সঙ্কট। একাধিক রাজ্যে কমেছে টিকাকরণের গতি। টিকা সঙ্কটে কম বয়সীদের টিকাকরণ আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে একাধিক রাজ্য সরকার। এই পরিস্থিতিতে টিকা সঙ্কটে ইতি টানতে দিন-রাত এক করে কাজ করছে সেরাম ইনস্টিটিউট। সেরাম কর্তা আদর পুনাওয়ালার সংস্থা জানিয়েছে, জুনের মধ্যেই ১০ কোটি টিকা কেন্দ্রকে সরবরাহ করবে তারা। সূত্র মারফত জানা গিয়েছে, এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছে তারা।
চিঠিতে সেরাম জানিয়েছে, মে মাসে তারা ৬ কোটি টিকা উৎপাদন করতে পেরেছে। জুন মাসে সেই সংখ্যাটা ৯-১০ কোটি করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। আকালের সময়ে এই পরিমান টিকা উৎপাদন করতে পারলে সমস্যা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশে টিকার আকাল নিয়ে কেন্দ্রীয় সরকারকে দুষেছে বিরোধী শিবির। টিকার জোগান নিয়ে কার্যত চরমে উঠেছে দিল্লি ও কেন্দ্রীয় সরকারের সংঘাত। দেশে টিকার পর্যাপ্ত উৎপাদন না থাকায় টিকা পেতে বিদেশি সংস্থাগুলির সঙ্গেও যোগাযোগ করেছে দিল্লি ও পঞ্জাব। কিন্তু স্পষ্ট ভাষায় মডার্না ও ফাইজ়ার জানিয়েছে, তারা স্রেফ কেন্দ্রীয় সরকারের সঙ্গেই চুক্তি করবে। এহেন পরিস্থিতিতে বাড়তি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। উল্লেখ্য, দেশে এ পর্যন্ত করোনা টিকা পেয়ছেন ২১ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৬১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন ৩০ লক্ষ ৩৫ হাজার ৭৪৯ জন।
আরও পড়ুন:মোটা ডিপোজিট, দৈনিক চিকিৎসার খরচ ৭০ হাজার টাকা, টিভি নাইন বাংলার স্টিং অপারেশনে চাঞ্চল্যকর তথ্য