Woman died: মজা করতে করতে ভয়ঙ্কর ঘটনা, চারতলা থেকে নিচে পড়লেন মহিলা

Woman died: ওই বহুতলে পরিচারিকার কাছ করতেন নাগিনা দেবী। বাড়িতে তাঁর এক পুত্র ও এক কন্যা রয়েছে। নাগিনা দেবীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।

Woman died: মজা করতে করতে ভয়ঙ্কর ঘটনা, চারতলা থেকে নিচে পড়লেন মহিলা
চারতলা থেকে নিচে পড়ে যান মহিলা
Follow Us:
| Updated on: Jul 17, 2024 | 6:32 PM

মুম্বই: বন্ধুদের সঙ্গে মজা করছিলেন। সেই মজা করতে করতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। বহুতলের চারতলার ভিতরের বারান্দা থেকে নিচে পড়ে গেলেন এক মহিলা। নিচে পড়ার পরই তাঁর মৃত্যু হয়। নিচে পড়ে যাচ্ছিলেন আরও এক ব্যক্তি। কোনওরকমে রক্ষা পেলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সিসিটিভি-তে দুর্ঘটনার ছবি ধরা পড়েছে।

মৃত মহিলার নাম নাগিনা দেবী মঞ্জিরাম। পরিচিতদের কাছে অবশ্য তিনি গুড়িয়া দেবী। মুম্বই থেকে ৩০ কিলোমিটার দূরে ডম্বিভালির ওই বহুতলে পরিচারিকার কাজ করতেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চারতলার ভিতরের বারান্দায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। বারান্দার ধারে রেলিংয়ে উঠে বসেন নাগিনা দেবী। তাঁরই এক সহকর্মী তাঁকে জড়িয়ে ধরেন। টাল সামলাতে না পেরে নিচে পড়ে যান নাগিনা দেবী। ওই ব্যক্তিও পড়ে যাচ্ছিলেন। কোনওরকমে দেওয়াল ধরে রক্ষা পান তিনি।

সঙ্গে সঙ্গে সবাই নিচে দৌড়ে যান। কিন্তু, বাঁচানো যায়নি নাগিনা দেবীকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মানাপদ থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যুর রিপোর্ট দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Woman falls off third floor of a complex in Maharashtra’s Dombivli.

This happened while the woman was with her friends. Another of her friends was saved by bystanders.

The woman was identified as Gudiya Devi, who worked as a cleaner in the building. She is survived by a son… pic.twitter.com/tfKpjHFn4U

— Vani Mehrotra (@vani_mehrotra) July 17, 2024

নাগিনা দেবীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। বাড়িতে এক পুত্র ও এক কন্যা রয়েছে তাঁর। এদিকে, পুলিশের পাশাপাশি ওই বহুতল কর্তৃপক্ষও খতিয়ে দেখছে, কীভাবে দুর্ঘটনা ঘটনা।