যোগ দিতে গিয়েছিলেন কৃষক আন্দোলনে, করোনায় মৃত বাঙালি তরুণীর বাবা আনলেন ধর্ষণের অভিযোগ

গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে একটি আন্দোলনকারী দলের সঙ্গে তিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে যান ২৫ বছরের ওই তরুণী। ওই তরুণীই তাঁর বাবাকে ফোন করে জানান যে দিল্লি যাওয়ার পথে দুই যুবক তাঁকে ধর্ষণ করেছে।

যোগ দিতে গিয়েছিলেন কৃষক আন্দোলনে, করোনায় মৃত বাঙালি তরুণীর বাবা আনলেন ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: May 10, 2021 | 8:10 AM

চণ্ডীগঢ়: কৃষক আন্দোলনে যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানায় গিয়েছিলেন এক তরুণী। সেখানেই করোনা আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ওই তরুণীর বাবা এ বার ধর্ষণের অভিযোগ আনলেন। তাঁর দাবি, দিল্লি যাওয়ার পথেই দুই ব্যক্তি তাঁর মেয়েকে ধর্ষণ করে।

হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে একটি আন্দোলনকারী দলের সঙ্গে তিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দিতে যান ২৫ বছরের ওই তরুণী। গত ২৬ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ঝজ্জর জেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ৩০ এপ্রিল তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়।

বাহাদুরগঢ়ের পুলিশ অফিসার জানান, ওই তরুণী তাঁর বাবাকে ফোন করে জানান যে দিল্লি যাওয়ার পথে দুই যুবক তাঁকে ধর্ষণ করেছে। হাসপাতালে ওই তরুণীর করোনার চিকিৎসাই করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সেই তথ্য হাতে পেতেই আমরা জানাতে পারব যে করোনার কারণেই তাঁর মৃত্যু হয়েছে কিনা।

অন্যদিকে এই ঘটনা সামনে আসার পরই সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়, কিষাণ সোশ্যাল আর্মি নামক এক গোষ্ঠীর সঙ্গে ওই তরুণী এসেছিল। ধর্ষণের অভিযোগ জানতে পেরেই সংযুক্ত কিষাণ মোর্চার তরফে তাঁদের তাবু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের আন্দোলনস্থল থেকে উৎখাত করা হয়েছে।

আরও পড়ুন: জেলেই করোনা আক্রান্ত সমাজবাদী নেতা আজম খান ও তাঁর ছেলে, স্থানান্তরিত করা হল হাসপাতালে