৩৩ বছর পর সাজা! নাবালিকা ধর্ষণে ৩ জনকে সহায়তা করার জন্য মহিলার জেল
সাজা ঘোষণা (Announce) হল ৩৩ বছর (33 years) বাদে
শ্রাবস্তী: ৩৩ বছর আগে ১২ বছর বয়সী এক কিশোরীকে (Girl) অপহরণ ও ধর্ষণে তিন পুরুষকে সহায়তা করার জন্য এক মহিলাকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছিল স্থানীয় আদালত (Court)। সরকারি আইনজীবী কেপি সিং জানিয়েছেন, বৃহস্পতিবার বিচারপতি পরমেশ্বর প্রসাদ রামবতী নামের ওই মহিলার ১৫ হাজার টাকা জরিমানাও করেছেন।
তিনি বলেন আরও বলেন, মামলার অন্য আসামীরা বিচার চলার সময় মারা গিয়েছেন। ঘটনাটি আদালতে বিচারাধীন পুরোনো মামলাগুলির মধ্যে একটি। ১৯৮৮ সালের ৩০ জুন ঘটনাটি ঘটেছিল। মেয়েটি একটি গ্রামে বিয়েবাড়িতে যোগ দিতে গিয়েছিল। সেই রাতে রামবতী এবং তার মা ফুলমাতা নাবালিকাকে মুক্কু, পুসসু এবং লাহরি নামের তিন ব্যক্তির হাতে তুলে দেয়।
সেই সময় ভিংগা থানায় মুক্কু, পুসসু এবং লাহরি রামবতী এবং তার মা ফুলমাতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ৩৩ বছর পরে এ বছর এপ্রিলে মাসে আদালত সবাইকে দোষী সাব্যস্ত করে রায় দেয়।