‘দীর্ঘতম আকাশপথে’ ডানা মেলে নজির গড়তে চলেছেন এয়ার ইন্ডিয়ার নারীরা

বিমানে পাইলট থেকে শুরু করে ক্রু সদস্যদের মধ্যে কোনও পুরুষ থাকবেন না। পুরোটাই পরিচালনা করবেন মহিলারা। সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে বেঙ্গালুরুতে নামবে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি।

'দীর্ঘতম আকাশপথে' ডানা মেলে নজির গড়তে চলেছেন এয়ার ইন্ডিয়ার নারীরা
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 5:42 PM

নয়া দিল্লি: ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছেন এয়ার ইন্ডিয়ার (Air India) একদল মহিলা পাইলট। চলতি সপ্তাহের শেষেই ভারতের সবচেয়ে দীর্ঘ ও দুর্গম বিমানপথ পাড়ি দিয়ে এক বিরল নজির গড়বেন এয়ার ইন্ডিয়ার কয়েকজন নারী। ১৭ ঘণ্টার এই যাত্রাপথের বিশেষত্ব হচ্ছে, বিমানে পাইলট থেকে শুরু করে ক্রু সদস্যদের মধ্যে কোনও পুরুষ থাকবেন না। পুরোটাই পরিচালনা করবেন মহিলারা। সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে বেঙ্গালুরুতে নামবে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি।

এই পাইলট দলকে নেতৃত্ব দিচ্ছেন জ়োয়া আগরওয়াল। আকাশে ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে তাঁরই কাঁধের ওপর। এই দায়িত্ব নিয়ে ক্যাপ্টেন জ়োয়া জানান, “১৬ হাজার কিলোমিটার দূরত্বটা কম নয়। পৃথিবীর দীর্ঘতম। আমরা চেষ্টা করব উত্তর মেরুর উপর দিয়ে উড়ে আসার।” তবে সেই কাজ যে সহজ হবে না জেনেই জ়োয়া বলেছেন, “যদিও সেটা আবহাওয়ার ওপর নির্ভর করবে। তবে আশা করছি আমরা আগের সব রেকর্ড ভাঙতে সক্ষম হব।”

সূত্রের খবর, সান ফ্রান্সিসকোর স্থানীয় সময় সন্ধে ৮টা ৩০ মিনিটে মাটি ছেড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি আকাশে উড়বে। বেঙ্গালুরুর মাটি ছোঁবে ১১ জানুয়ারি গভীর রাতে, ৩টে ৪৫ নাগাদ।

আরও পড়ুন: ১৬ জানুয়ারি দেশে শুরু টিকাকরণ! অগ্রাধিকার স্বাস্থ্যকর্মীদের

এই দীর্ঘ সফরে জ়োয়ার পাশে থাকবেন ক্যাপ্টেন পাপাগারি থানমাই। এ ছাড়াও আরও দুই মহিলা পাইলটকে নিয়ে যাত্রা করবে এয়ার ইন্ডিয়ার এই বোয়িং বিমান। তাঁরা হলেন আকাঙ্খা সোনাওয়ানে ও শিবানি মানহাস। অন্যদিতে বিরল ও চ্যালেঞ্জিং এই কৃতিত্বের সুযোগ পেয়ে ভারতের বিমান মন্ত্রক ও এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন জ়োয়া। আগামী ১৫ জানুয়ারি থেকেই হায়দরাবাদ ও সান ফ্রান্সিসকোর মধ্যে নন-স্টপ বিমান এয়ার ইন্ডিয়া চালানো শুরু করতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পুলিসকেও বিনামূল্যে করোনার টিকা, মোবাইলে রাজ্য সরকারের মেসেজ