পাপ ধুতে নয়, সুন্দরী সাধ্বীর টানেই নাকি মহাকুম্ভে আসছেন তরুণরা
Harsha Richhariya: সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হর্ষা রিছারিয়া। পেশায় মডেল-অ্যাঙ্কর হর্ষা আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। তবে কুম্ভমেলায় তাঁকে সন্ন্যাসীনীর বেশে দেখে মুগ্ধ সবাই। তাঁকে নিয়ে নানা বিতর্কও তৈরি হয়।
প্রয়াগরাজ: বিবিধের মাঝে মহান মিলন হচ্ছে মহাকুম্ভে। দেশ-বিদেশ থেকে কোটি কোটি পূণ্যার্থী এসেছেন গঙ্গায় ডুব দিয়ে নিজেদের পাপ ধুতে। এসেছেন বহু সাধু-সন্ন্যাসী, অঘোরীরাও। তাদের মধ্যে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। এমনই একজন হলেন সাধ্বী হর্ষা রিছারিয়া। তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ সবাই। মডেল থেকে তিনি কীভাবে ধর্ম-সন্ন্যাসের পথে এলেন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য কুম্ভমেলার ভাইরাল সাধ্বীর। বললেন, তাঁর জন্যই যুবকরা কুম্ভমেলায় আসছে। তিনি না এলে, মহাকুম্ভে যৌবনও আসত না।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হর্ষা রিছারিয়া। পেশায় মডেল-অ্যাঙ্কর হর্ষা আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। তবে কুম্ভমেলায় তাঁকে সন্ন্যাসীনীর বেশে দেখে মুগ্ধ সবাই। তাঁকে নিয়ে নানা বিতর্কও তৈরি হয়। নিরঞ্জনী আখড়ার সঙ্গে যুক্ত হর্ষার উপস্থিতি নিয়ে অনেক সাধু-সন্ন্যাসীরাই আপত্তি তুলেছিলেন। এক প্রকার বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে মহাকুম্ভ ছেড়েছিলেন ভাইরাল সাধ্বী। কিন্তু দিনকয়েকের মধ্যেই ইউ টার্ন নিয়ে তিনি ফের কুম্ভমেলায় সামিল হয়েছেন।
একবার মহাকুম্ভ ত্যাগ করার পর, হর্ষ রিছারিয়া ফিরে এসে বললেন যে তিনি যুবকদের সনাতন ধর্মের সাথে যুক্ত করতে মহাকুম্ভে এসেছেন। তিনি বলেন, তার কারণেই মহাকুম্ভে তরুণরা আসছে। তিনি না এলে মহাকুম্ভে যৌবনও আসত না। সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এবং অ্যাঙ্কর হর্ষ রিছারিয়া, যিনি প্রয়াগরাজ মহাকুম্ভের শিরোনাম হয়েছিলেন, সম্প্রতি মহাকুম্ভ ছেড়েছিলেন। যাইহোক, তিনি একটি ইউ-টার্ন নিয়েছেন এবং আবার নিরঞ্জনী আখড়ায় দেখা যাচ্ছে।
কেন আবার মহাকুম্ভে ফিরে এলেন, এই প্রশ্নের উত্তরে হর্ষা বলেন, “আমি মহাকুম্ভে এসেছি হিন্দু ধর্মকে বাঁচাতে। আমি কুম্ভ ছেড়ে চলে যাওয়ার পর বহু যুবক ও ভক্তদের ফোনকল, মেসেড, ইমেইল আসতে শুরু করে। তাদের জন্যই এসেছি।”
যারা তাঁর জনপ্রিয়তা নিয়ে কটাক্ষ করেছিলেন, তাদের কড়া জবাব দিয়ে হর্ষা রিছারিয়া বলেন যে তিনি মহাকুম্ভ থেকে চলে যাওয়ার পরই তরুণদের কুম্ভ নিয়ে আগ্রহ কমে গিয়েছে। তিনি আসাতেই যুবকরা কুম্ভমেলায় আসছেন।