Dead body Recovered: দু’দিন ধরে পাশে পড়ে রয়েছে ছেলের দেহ! বসে দেখতে হল অসহায় মা’কে
Parnashree: পচা গন্ধ বেরতে শুরু করার পরই চাঞ্চল্য তৈরি হয়। ভাড়াটেরই প্রথম সন্দেহ হয়েছিল। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
কলকাতা : চোখের সামনে পড়ে আছে ছেলের মৃতদেহ। এ ভাবেই টানা প্রায় দুদিন কেটে গিয়েছে। বসে বসে সেটাই দেখতে হল মা’কে। কাউকে ডাকতেও পারেননি তিনি। অবশেষে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দেওয়ার পর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। বেহালার ১৭ নম্বর পাঠক পাড়ার ঘটনা। পুলিশ যতক্ষণে দেহ উদ্ধার করেছে, ততক্ষণে পচে গন্ধ বেরতে শুরু করেছে।
মৃত ছেলের নাম রতন বারিক, বয়স ৫৫। দিন দুয়েক আগে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তাঁর মা রুমা বারিকের কোমর ভেঙে যায় দু’বছর আগে। তারপর থেকে কার্যত শয্যাশায়ী ছিলেন ৭৯ বছরের ওই বৃদ্ধা। বাড়ির দো’তলায় আরও এক ভাড়াটেও থাকতেন। বাড়ি থেকে বেরতে পারতেন না রুমা দেবী। তাঁর দেখাশোনা করতেন ছেলে রতনই। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রায় বছর দুয়েক ধরেই এ ভাবে থাকতেন তাঁরা।
রবিবার ওই বাড়ি থেকে পচা গন্ধ আসে অনেকের নাকেই। ভাড়াটেই প্রথম গন্ধ পান। গত কয়েকদিনে তাঁদের বাড়ি থেকে বেরতেও দেখা যায়নি। তাই প্রতিবেশীদের সন্ধেহ আরও বাড়ে। এরপরই পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। রাতে থানা থেকে এসে দরজা খুলে পুলিশ দেখে অসহায় অবস্থায় মা বসে রয়েছেন। পাশেস পড়ে রয়েছে ছেলের মৃতদেহ। কোমর ভাঙা হওয়ায় কাউকে ডাকতে পারেননি তিনি। পাশাপাশি, তাঁর মানসিক অবস্থা ভাল ছিল না বলেও দাবি প্রতিবেশীদের।
পর্ণশ্রী থানার পুলিশ অসুস্থ মা’কে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। কী কারণে রতন নামে ওই ব্যক্তির মৃত্যু হল, তা জানার চেষ্টা করছে পুলিশ।