দু’শোর বেশি আইনজীবীকে গেরুয়া ‘নামাবলী’ পরালেন মুকুল
আইনজীবীদের যোগদান প্রসঙ্গে মুকুল রায় জানান, বাংলার আইনের শাসন নেই। শুধু বিজেপি কর্মীদেরই নয়, আইনজীবীদেরও বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে সরকার
কলকাতা: তৃণমূলের ভাঙন সর্বত্রই। আর একদিকে ভিত মজবুত করছে গেরুয়া শিবির। এবার এক ঝাঁক আইনজীবী যোগদান করলেন বিজেপিতে। নেপথ্যে বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। তাঁরই হাত ধরে বুধবার হেস্টিংসের বিজেপির কার্যালয়ে কমপক্ষে ২০০ আইনজীবী যোগ দান করেন। এনারা হাইকোর্ট, বারুইপুর কোর্ট-সহ বিভিন্ন আদালতের আইনজীবী বলে জানা গিয়েছে।
আইনজীবীদের যোগদান প্রসঙ্গে মুকুল রায় জানান, বাংলার আইনের শাসন নেই। শুধু বিজেপি কর্মীদেরই নয়, আইনজীবীদেরও বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে সরকার। কার্যত নাজেহাল হয়েই তাঁরা গেরুয়া শিবিরে যোগদান করেছেন বলে মুকুলের দাবি। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে মুকুলের তোপ, সরকারের দিন শেষ হয়ে আসছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তৃণমূলের রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন- আমপান-দুর্নীতিতে ক্যাগের ‘তদন্ত’কে চ্যালেঞ্জ, ফের হাই কোর্টে রাজ্য
মুকুল আরও জানান, বুদ্ধদেবকে যখন মানুষ পছন্দ করতেন না, তখনও তাঁর দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। তৃণমূলেরও দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে দলটির অবলুপ্ত ঘটবে। এদিন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারকেও একহাত নেন মুকুল। তাঁর দাবি, ১০ বছরে বাংলার কি উন্নয়ন হয়েছে, তার শেতপত্র প্রকাশ করে বলুক সরকার। উল্লেখ্য, তৃণমূলের বেশকিছু হেভিওয়েট নেতা-মন্ত্রী ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। অনেকে বেসুরো। ফলে প্রতিদিনই জল্পনার পারদ বেড়েই চলেছে, পদ্ম ফোটাতে এ বার তৃণমূল থেকে কে যাচ্ছেন?