Job Seeker: চাকরি চাইতে গিয়ে অজ্ঞান! রাস্তায় পড়ে ‘হবু শিক্ষক’
Job Seeker: চাকরি প্রার্থীরা বলেন, পাঁচ বছর ধরে কোনও পরীক্ষা হয়নি। ২০২২ সালে পরীক্ষা হল। অথচ এক বছর হল রেজাল্ট বেরিয়েছে। এখনও ইন্টারভিউয়ের কোনও নোটিস দেয়নি। এদিকে পুলিশ যখন টানাটানি করছেন বলে অভিযোগ, তখন এক চাকরিপ্রার্থী জ্ঞান হারান।
কলকাতা: চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত করুণাময়ী। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সোমবার নিয়োগ চেয়ে পথে নামেন চাকরিপ্রার্থীরা। আর তাতেই বাধার মুখে পড়তে হয় তাঁদের। ২০২২ সালে টেট পাশ করেছেন যাঁরা, তাঁরা নিয়োগের দাবিতে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ দেখান।
এদিকে সেই বিক্ষোভ অবস্থান ছত্রখান করতে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। পথে বসে পড়েন তাঁরা। এরপরই জমায়েত হঠাতে পুলিশ চাকরিপ্রার্থীদের টেনে গাড়িতে তোলে বলে অভিযোগ। চাকরিপ্রার্থীরা বলতে থাকেন, “যেখানে নিয়ে যাবেন চলুন। আমরা দিনের পর দিন বঞ্চিত। ইন্টারভিউয়ের নোটিস না হওয়া পর্যন্ত আমরা পিছু হঠব না। হয় ওই নোটিস দিন না হলে মৃত্যু দিন।”
চাকরি প্রার্থীরা বলেন, পাঁচ বছর ধরে কোনও পরীক্ষা হয়নি। ২০২২ সালে পরীক্ষা হল। এক বছর হল রেজাল্ট বেরিয়েছে। এখনও ইন্টারভিউয়ের কোনও নোটিস দেয়নি। এদিকে পুলিশ যখন টানাটানি করছেন বলে অভিযোগ, তখন এক চাকরিপ্রার্থী জ্ঞান হারান। সঙ্গীরা জল ছেটাতে থাকেন চোখে মুখে। জ্ঞান হারানো ওই চাকরিপ্রার্থীকে বিধাননগর সিটি পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়।