Sandeshkhali: বিপাকে সন্দেশখালির পাশের দ্বীপের বাসিন্দারা, মামলা হাইকোর্টে
Calcutta High Court: সোমবারই সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানকার মহিলারা যে অভিযোগ তুলছেন, তা শুনেছেন রাজ্যপাল। এছাড়া এদিন সকালে সন্দেশখালি পরিদর্শন করেছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও।
কলকাতা: সন্দেশখালি নিয়ে এবার নতুন করে মামলা হল কলকাতা হাইকোর্টে। সোমবার সন্দেশখালির ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শামিম আহমেদ। মামলা গৃহীত হয়েছে, মঙ্গলবার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। সম্প্রতি নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ সামনে এসেছে। বর্তমানে সেই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। এরই মধ্যে নতুন করে মামলা হল হাইকোর্টে।
১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালিতে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ। তার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই। সন্দেশখালির পাশের দ্বীপে থাকা লোকজন জানিয়েছেন, সন্দেশখালির ওপর দিয়েই তাঁদের যাতায়াত করতে হয়। আর ১৪৪ ধারা জারি থাকার ফলে সেটা তাঁরা পারছেন না। তাঁদের যাতে সন্দেশখালিতে প্রবেশ করতে দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছে আদালতে।
সোমবারই সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানকার মহিলারা যে অভিযোগ তুলছেন, তা শুনেছেন রাজ্যপাল। এছাড়া এদিন সকালে সন্দেশখালি পরিদর্শন করেছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও। ১৪৪ ধারা তুলে নেওয়া হলে তৃণমূলও সেখানে যাবে বলে জানা গিয়েছে।