Newtown: নিউটাউনে ১০ তলা থেকে ‘ঝাঁপ’ তরুণীর, স্বামীর সঙ্গে মনোমালিন্যই নেপথ্যে?
Newtown: অভিযোগ, বৃহস্পতিবার রাতে আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা। গভীর রাতেই খবর যায় টেকনোসিটি থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা।
কলকাতা: নিউটাউনের এক বহুতল থেকে পড়ে মৃত্যু তরুণীর। পুলিশের প্রাথমিক অনুমান, ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। গগনচুম্বী অট্টালিকা, বিলাসবহুল আবাসন। ঘরের ভিতর সবকিছুই ‘দামি’। তবু কোথাও যেন সেই ঘরেও ভিতরে ভিতরে গুমরে মরে কোনও মন। কখনও কখনও ধেয়ে যায় ভয়ঙ্কর পরিণতির দিকেও। নিউটাউনের ইকোস্পেসের কাছে একটি বিলাসবহুল আবাসনের ১০ তলা থেকে পড়ে মৃত্য়ু হয়েছে কবিতা কৌর (৩৫) নামে ওই তরুণীর।
অভিযোগ, বৃহস্পতিবার রাতে আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কবিতা। গভীর রাতেই খবর যায় টেকনোসিটি থানার পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। যা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন কবিতা।
এরইমধ্যে বৃহস্পতিবার রাতে ১০ তলা থেকে তিনি ঝাঁপ দেন বলে সূত্রের খবর। তখন তাঁর পরণে গোলাপি ছাপার কুর্তা, লেগিংস, পায়ে মোজা। খোলা চুল। সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ। পুলিশের তরফে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে তারা। আবাসনের বাসিন্দা থেকে নিরাপত্তা রক্ষী, সকলের সঙ্গেই কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হবে তাঁর মোবাইল ফোনও। নিহতের ফোনের কল হিস্ট্রি, মেসেজ এই তদন্তে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে পুলিশ।