Meeting in Kalighat: কালীঘাটে হয়ে গেল বড় বৈঠক, মমতার সঙ্গে কী বিষয়ে কথা হল মুখ্যসচিব-স্বাস্থ্যসচিবের

Meeting in Kalighat: প্রসঙ্গত, রাজ্য সরকারের থেকে দাবি করা হচ্ছে প্রত্যেকটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুরো বরাদ্দই নিরাপত্তা, রোগী পরিষেবা, রেফারেল সিস্টেম সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের জন্যই এই বরাদ্দ।

Meeting in Kalighat: কালীঘাটে হয়ে গেল বড় বৈঠক, মমতার সঙ্গে কী বিষয়ে কথা হল মুখ্যসচিব-স্বাস্থ্যসচিবের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 10:26 PM

কলকাতা: কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, বৈঠকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ও রোগী পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। একইসঙ্গে শুক্রবার ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দেওয়া হয়েছে। থাকছেন মুখ্যসচিব নিজে। 

প্রসঙ্গত, রাজ্য সরকারের থেকে দাবি করা হচ্ছে প্রত্যেকটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য প্রায় একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুরো বরাদ্দই নিরাপত্তা, রোগী পরিষেবা, রেফারেল সিস্টেম সহ সামগ্রিক পরিকাঠামোর উন্নয়নের জন্যই এই বরাদ্দ। কয়েকদিন আগেই সেই খতিয়ান তুলে ধরা হয় মুখ্যসচিবের তরফে।  

কিন্তু, সেই সমস্ত কাজ কতটা এগিয়েছে, নিরাপত্তার কাজ কতটা এগিয়েছে, সিসিটিভি লাগানো হয়েছে কিনা এদিন এই সামগ্রিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় বলে খবর। এই বৈঠকের প্রেক্ষিতেই স্বাস্থ্য সচিবকে নিয়ে শুক্রবার ফের নবান্নে বৈঠক করতে চলেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। স্বাস্থ্য দফতরের অন্যান্য শীর্ষ আধিকারকদেরও থাকার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে সিএমওএইচ, সুপাররাও উপস্থিত থাকতে পারেন বলে খবর। এবার সেই বৈঠকের নির্যাস কী দাঁড়ায় এখন সেটাই দেখার। প্রসঙ্গত, ১৫ অক্টোবর আরজি কর মামলার শুনানিতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী লাগাতার হাসপাতালগুলির নিরাপত্তার ক্ষেত্রে খামতির কথা তুলে ধরেন। কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেন। এমতাবস্থায় রাজ্য সরকারের এই বৈঠকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।