Modi Govt: উপভোটের মুখে বাংলার জন্য বড় ঘোষণা মোদীর, বরাদ্দ প্রায় ১৬০০ কোটি

Modi Govt: ১৩ নভেম্বর উত্তরবঙ্গের মাদারিহাট এবং সিতাইয়ের উপনির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মাদারিহাট আসনটি নিজেদের দখলে রাখা রীতিমতো চ্যালেঞ্জ বিজেপির কাছে।

Modi Govt: উপভোটের মুখে বাংলার জন্য বড় ঘোষণা মোদীর, বরাদ্দ প্রায় ১৬০০ কোটি
নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 9:59 PM

কলকাতা: জল্পনা চলছিলই। শেষ পর্যন্ত উপভোটের মুখে বাংলার জন্য বড় ঘোষণা মোদী সরকারের। ধূপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ৪ লেনের হাইওয়ে আরও বাড়ছে। ২৯.৮৬ সম্প্রসারণের কাজ হবে। ৩১ডি জাতীয় সড়কের সম্প্রসারণের কাজে ১৬০৬.১৪ কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্র। এদিন বঙ্গ বিজেপির সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করে এ খবর জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর উত্তরবঙ্গের মাদারিহাট এবং সিতাইয়ের উপনির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মাদারিহাট আসনটি নিজেদের দখলে রাখা রীতিমতো চ্যালেঞ্জ বিজেপির কাছে। এহেন আবহে উত্তরবঙ্গে রাস্তা সম্প্রসারণ এর জন্য ১৬০৬.১৪ কোটি টাকা বরাদ্দ করল নরেন্দ্র মোদীর সরকার। 

প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির পালে হাওয়া লাগলেও ভোটবাক্সে বিশেষ প্রতিচ্ছবি দেখা যায়নি। উল্টে কমেছে আসন সংখ্যা। উনিশের লোকসভা নির্বাচনে যেখানে বাংলায় পদ্ম শিবিরের খাতায় ছিল ৮ আসন, তা কমে দাঁড়িয়েছে ১২। এমনকী পদ্ম নেতাদের বড় ভরসার জায়গা উত্তরবঙ্গেও ফল মোটের উপর ভাল হয়নি। এমনকী যে আসনগুলি জেতার ব্যাপারে সবথেকে বেশি আত্মবিশ্বাসী ছিলেন পদ্ম নেতারা সেখানেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন দেখার উপভোটের ফল কী দাঁড়ায়!