RG Kar Hospital: এবার গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু আরজি করের ইসিজি টেকনিশিয়ানের
RG Kar Hospital: চিকিৎসকরা বলছেন, গিলেন ব্যারিতে আক্রান্তের নানা অঙ্গ অবশ হয়ে যায়। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে এই রোগে ১০০ জনের বেশি আক্রান্ত হয়েছিলেন। একজনের মৃত্যুর খবরও পাওয়া যায়।

কলকাতা: গিলেন ব্যারি সিনড্রোম এবার প্রাণ কাড়ল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইসিজি টেকনিশিয়ানের। মৃত যুবকের নাম শেখ খইরুল। ৬ দিন ধরে আরজি করে চিকিৎসা চলছিল তাঁর। গিলেন ব্যারি সিনড্রোমের জেরে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, বছর বাইশের শেখ খইরুলের বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। আরজি করে ইসিজি টেকনিশিয়ান ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তাঁকে আরজি করে ভর্তি করা হয়। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলেন তিনি। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
চিকিৎসকরা বলছেন, গিলেন ব্যারিতে আক্রান্তের নানা অঙ্গ অবশ হয়ে যায়। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে এই রোগে ১০০ জনের বেশি আক্রান্ত হয়েছিলেন। একজনের মৃত্যুর খবরও পাওয়া যায়।
১৯১৬ সালে জর্জ গিলেন ও জিন আলেকজান্ডার ব্যারে নামে দুই চিকিৎসক প্রথম এই রোগ শনাক্ত করেন। তাঁদের নামেই এই রোগের নামকরণ করা হয় ‘গিলেন-ব্যারি সিন্ড্রোম’। বাংলাতেও এর আগে এই সিন্ড্রোম দেখা গিয়েছে। তবে এই রোগ সংক্রামক নয়। ফলে, করোনার মতো এক জায়গা থেকে আর এক জায়গায় দ্রুত ছড়িয়ে পড়া সম্ভব নয়।





