Mamata Banerjee: বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী, কাছে গিয়ে কেঁদে ফেললেন ব্যক্তি, বাবা-বাছা করে বুঝিয়েও ফল পেলেন না মমতা
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ একজন ব্যক্তি মূল মঞ্চের সামনে পৌঁছে যান। মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন। নিজের কিছু অভাব-অভিযোগের কথা জানাতে চাইছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই সময়েই কান্নায় ভেঙে পড়েন ওই ব্যক্তি।
কলকাতা: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এক সরকারি কর্মসূচিতে বুধবার বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের মাস উদ্যাপন এবং ‘বাংলার শাড়ি’ উদ্বোধনের কর্মসূচি ছিল। প্রচুর মানুষের ভিড়। সবাই আগ্রহী হয়ে শুনছেন মুখ্যমন্ত্রীর কথা। হঠাৎ ছন্দপতন। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় হঠাৎ একজন ব্যক্তি মূল মঞ্চের সামনে পৌঁছে যান। মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন। নিজের কিছু অভাব-অভিযোগের কথা জানাতে চাইছিলেন মুখ্যমন্ত্রীকে। সেই সময়েই কান্নায় ভেঙে পড়েন ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রী বলতে থাকেন, ‘তুমি বসো, শুনে নিচ্ছে। এরকম করতে নেই বাবা। আমি শুনব, তুমি বসো’। কিন্তু তারপরও ওই ব্যক্তি বলতে থাকেন, ‘একটু শুনুন।’
যদিও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা দ্রুত ওই হলুদ জমা পরা ব্যক্তির কাছে পৌঁছে যান। তাঁকে ধরে বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তারপর মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকেও দ্রুত ওই ব্যক্তির কাছে পাঠান। ঘটনার পরপরই বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও মূল মঞ্চের পাশের দরজা দিয়ে বেরিয়ে যান। এদিকে ওই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিছুটা বিরক্ত দেখাল। প্রথমে মুখ্যমন্ত্রী ওই ব্যক্তিকে ভালভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারপরও ওই ব্যক্তি টানা একই কথা বলতে থাকায় কিছুটা বিরক্ত হন তিনি।
মুখ্যমন্ত্রী বললেন, ‘এই হচ্ছে প্রবলেম। কারও সমস্যা থাকতেই পারে। চিঠি লিখে বলো সেটা। মিটিং-এ এসে এত বড় একটা প্রোগ্রামে টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এসব হয়। কেউ না কেউ শিখিয়ে দেয়, শুধু বাংলাকে বদনাম করার জন্য।’ যদিও তারপর মুখ্যমন্ত্রী আবার নিজের বক্তব্য শুরু করেন।
এদিকে বুধবার বিকেলের এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্নও উঠে আসতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় আঁটসাঁট ব্যবস্থা থাকার পরেও ওই ব্যক্তি কীভাবে মূল মঞ্চের এত সামনে পৌঁছে গেল, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।