Maheshtala: ৫০ টাকার জন্য স্ত্রী দুটো হাত ভেঙে কান ছিঁড়ল স্বামী!
Maheshtala: সাবিরা বিবির অভিযোগ, তাঁর স্বামী কোনও কাজই করতেন না। কিন্তু নেশা করার জন্য সবসময় টাকা চাইতেন। টাকা দিতে না পারলেই মারধর করতেন বলে অভিযোগ। মঙ্গলবার তাঁর স্বামী ৫০ টাকা চেয়েছিলেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি। তা নিয়েই ঝামেলা শুরু হয়
কলকাতা: ৫০ টাকার জন্য নিজের স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা ২৯ নম্বর ওয়ার্ডের মেহমানপুর শেখ পাড়ায়। বেশ কয়েক বছর আগে ওই এলাকার বাসিন্দা আনসার আলি মোল্লা সঙ্গে বিয়ে হয় ঝাড়খণ্ডের বাসিন্দা সাবিরা বিবির। তাঁদের দুটি মেয়ে সন্তান হওয়ায় সংসারে প্রায় সময় অশান্তি লেগে থাকতো। আনসার সে অর্থে কোনও কাজ করতেন না।
দুটি মেয়ের পড়াশোনার জন্য নিজেই লোকের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে, আরেক জন অষ্টম শ্রেণির ছাত্রী ।
সাবিরা বিবির অভিযোগ, তাঁর স্বামী কোনও কাজই করতেন না। কিন্তু নেশা করার জন্য সবসময় টাকা চাইতেন। টাকা দিতে না পারলেই মারধর করতেন বলে অভিযোগ। মঙ্গলবার তাঁর স্বামী ৫০ টাকা চেয়েছিলেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি। তা নিয়েই ঝামেলা শুরু হয়।
দরজা বন্ধ করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা শুরু করে। বেকায়দা মারে দুটি হাতই ভেঙে যায় সাবিরার। এমনকিও দুল টেনে কানও ছিঁড়ে নেন বলে অভিযোগ। চিৎকার করে উঠলে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেন স্বামী। দুই মেয়ে দরজা ঠেলে ভিতরে ঢোকে। মাকে বাঁচাতে গিয়ে মার খেতে হয় দুই মেয়েকেও। পরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনতে পেয়ে তাঁদেরকে উদ্ধার করে। সাবিরাকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক।