Jadavpur University: যাদবপুরের হস্টেলে কী কী ধরনের র্যাগিং হত, ফাঁস ভাইরাল চ্যাটে
Jadavpur Student Death: বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে আবাসিকদের নিজস্ব চ্যাটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্বপ্নদীপের। সেই হস্টেলের অন্যান্য আবাসিকদের অভিজ্ঞতা কথা উঠে এসেছে ওই চ্যাটে।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। হস্টেল আবাসিকদের নিজস্ব চ্যাটে আরও জোরাল র্যাগিং-এর তত্ত্ব। বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে আবাসিকদের নিজস্ব চ্যাটে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্বপ্নদীপের। সেই হস্টেলের অন্যান্য আবাসিকদের অভিজ্ঞতা কথা উঠে এসেছে ওই চ্যাটে। এমন কিছু স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।
ওই চ্যাটে অন্যান্য আবাসিকরা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। সেখানে একজন বলছেন, ওই পড়ুয়া যেদিন হস্টেলে প্রথম দিন যায়, সেদিন তাঁর সঙ্গে ইন্ট্রো দিতে গিয়েছিল। ভাইরাল ওই চ্যাটে লেখা রয়েছে, ‘ছেলেটার সঙ্গে আমিও ছিলাম’। পড়ুয়াদের দিয়ে সারা রাত ধরে ‘গাঁজা ডলানো’ হয়েছিল বলেও অভিযোগ করা হচ্ছে। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই অত্যাচার চলত বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল ওই চ্যাটের স্ক্রিনশটে দাবি করা হচ্ছে, মৃত পড়ুয়াকে তাঁর লিঙ্গ নিয়ে কটাক্ষ ও সমালোচনা করা হয়েছিল। তাঁর চালচলন, কথা বলার ধরন ‘নারীসুলভ’বলেও খোঁচা দেওয়া হত বলে অভিযোগ উঠছে। এমনকী তাঁকে পৌরুষত্বের প্রমাণ দিতে বলা হয়েছিল বলেও অভিযোগ। ছেলেটিকে দেখে হস্টেলে হাসাহাসি চলছিল বলেও চ্যাটে দাবি করা হচ্ছে।
আর সেই থেকেই ‘লজ্জায় থাকতে না পেরে’ ছেলেটি ঝাঁপ দেয় বলে দাবি উঠছে ভাইরাল চ্যাটে। যদিও এই ভাইরাল চ্যাটের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে স্বপ্নদীপের মৃত্যুর পর থেকে যেভাবে র্যাগিং-এর অভিযোগ উঠে আসতে শুরু করেছিল, তাতে এই ভাইরাল স্ক্রিনশট নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।