TMC: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল

Coromandel Train Accident: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এর মধ্যে ৩১ জনই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য ৬ সদস্যের একটি কমিটি গড়েছেন অভিষেক।

TMC: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল
বড় ঘোষণা অভিষেকের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 9:35 AM

কলকাতা: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালেশ্বরে রেল দুর্ঘটনায় বাংলার অনেক মানুষেরও মৃত্যু হয়েছে। বাংলার মৃত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে তৃণমূলও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এই টাকা মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ৬ সদস্যের একটি কমিটি গড়া হয়েছে। সেই কমিটিতে রয়েছেন প্রথম সারির ৬ জন তৃণমূল নেতা-নেত্রী। তাঁরা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ২ লক্ষ টাকার চেক তুলে দেবেন ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে।

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে ৬২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এর মধ্যে ৩১ জনই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য ৬ সদস্যের একটি কমিটি গড়েছেন অভিষেক। সেই কমিটিতে রয়েছেন নাদিমুল হক, প্রতিমা মণ্ডল, শশী পাঁজা, দিলীপ মণ্ডল, সওকত মোল্লা এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির সদস্যরা দক্ষিণ ২৪ পরগনার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের হাতে তুলে দেবেন আর্থিক সাহায্য।

বালেশ্বরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রেল। আহতদেরও ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারও মৃতদের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং তুলনায় কম আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন