Abhishek Banerjee: ‘বিরতি নিচ্ছি’, অভিষেকের ঘোষণায় চরম জল্পনা তৃণমূলে

Abhishek Banerjee: সদ্য জয়ী হয়েছে তৃতীয়বার সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস ধরে গোটা রাজ্য জুড়ে প্রচার আর দলীয় সংগঠন সাজানোর কাজ করেছেন তিনি। হঠাৎ কেন বিরতি?

Abhishek Banerjee: 'বিরতি নিচ্ছি', অভিষেকের ঘোষণায় চরম জল্পনা তৃণমূলে
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2024 | 1:31 PM

কলকাতা: রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭ লক্ষের বেশি ভোট পেয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। সর্বসমক্ষে তাঁর কাজের প্রশংসাও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন সেই অভিষেক। বুধবার টুইট করে সেই ঘোষণা করেছেন অভিষেক। যদিও বিরতির কারণ উল্লেখ করেছেন তিনি, তবু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ঘোষণায় জল্পনা বেড়েছে দলের অন্দরেও।

গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হয়। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অভিষেক। ফল প্রকাশের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের দরাজ প্রশংসা করেন মমতা। কাঁধে হাত রেখে বুঝিয়ে দেন অভিষেকের ওপর ঠিক কতটা ভরসা করেন তিনি।

আজ বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেছেন। শুরুতেই তিনি ‘নবজোয়ার’ যাত্রার কথা উল্লেখ করেছেন। গত বছর একাধিক জেলায় এই ‘নবজোয়ার’ যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে।

সব শেষে বিরতির কথা জানিয়েছেন তিনি। অভিষেক লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি। এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব।’

এর আগে ২০২৩-এ চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও কি সেই কারণেই এই সিদ্ধান্ত? তা স্পষ্ট নয়। কারণ বলে দিলেও জল্পনা জিইয়ে রাখলেন অভিষেক।