Mamata Sanhati Yatra: জল্পনার মাঝে আজ সংহতি মিছিলে মমতার পাশে হাঁটবেন অভিষেক
Mamata Sanhati Yatra: কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে দেখা গিয়েছিল পোস্টারে শুধুই মমতার ছবি। সেই অনুষ্ঠান থেকেই নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা বাড়ে। পরে দলের একাধিক অনুষ্ঠানে নিষ্ক্রিয় হয়ে থাকতে দেখা যায় অভিষেককে।
কলকাতা: আজ মমতার সংহতি মিছিলে যোগ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ব্লকে ব্লকে মিছিলের আয়োজন করা হয়েছে। তবে, দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল প্রথম থেকেই। দুপুর ২ টোয় মমতার মিছিল শুরু করার কথা হাজরা থেকে। ঘাসফুল শিবির সূত্রে খবর, সেই মিছিলে থাকছেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রের বাইরে কোথাও কোনও কর্মসূচি যোগ না দেওয়ায় সম্প্রতি রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল অভিষেককে ঘিরে।
কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে দেখা গিয়েছিল পোস্টারে শুধুই মমতার ছবি। আর সেই সমাবেশের তত্ত্বাবধানে ছিলেন মমতার পুরনো সঙ্গী তথা দলের অন্যতম বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী। সেই অনুষ্ঠান থেকেই নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা বাড়ে। এরপরই ঘাসফুলের অন্দরে শোনা যায়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাইরে না কোথাও যাচ্ছেন না অভিষেক।
এরপর পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠকে কিছুটা নিষ্ক্রিয় দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, ওই বৈঠকে অভিষেক-ঘনিষ্ঠ বলে পরিচিত নেতাদের নিয়ে প্রশ্নও তোলেন মমতা। এরপরই দেখা যায়, মুর্শিদাবাদের জেলা সম্মেলনে কিছুটা সক্রিয় ভূমিকা নেন অভিষেক। তার আগে মমতা-অভিষেকের ছবিও প্রকাশ হতে দেখা যায় দলের টুইটার হ্যান্ডেলে। আর এবার পাশাপাশি হাঁটতে দেখা যাবে অভিষেক-মমতাকে। জল্পনার মাঝে অভিষেকের এই উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।