Weather Update Today: দমদমের কাছে ‘পা পিছলে আলুরদম’ বাঁকুড়া, মরশুমের শীতলতম দিন আজ

Weather Update Today: জানা যাচ্ছে, ঠান্ডায় বাঁকুড়াকে টেক্কা দিয়েছে দমদম। আজ বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রি। আর দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি।পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঠান্ডা আরও বেশি। ৭.১ ডিগ্রিতে নেমেছে পুরুলিয়ার তাপমাত্রা। ৯ ডিগ্রিতে নেমেছে আসানসোল-শ্রীনিকেতনের পারদ।

Weather Update Today: দমদমের কাছে 'পা পিছলে আলুরদম' বাঁকুড়া, মরশুমের শীতলতম দিন আজ
আজ খুব ঠান্ডাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 10:22 AM

কলকাতা: কথায় বলে ‘মাঘের শীত বাঘের গায়ে’ এ যেন সেই কামড়ই দিয়ে যাচ্ছে ঠান্ডা। সকাল থেকে কনকনে ঠান্ডায় জুবুথুবু কলকাতাবাসী। জেলাগুলিতে ঠান্ডা আরও বেশি। আবহাওয়া অফিস বলছে, সোমবার মহানগরে মরশুমের শীতলতম দিন। একদিনেই ৩ ডিগ্রি পারদপতন। ১৫.২ ডিগ্রি থেকে সটান ১২.১ ডিগ্রিতে নামল আলিপুরের পারদ।

জানা যাচ্ছে, ঠান্ডায় বাঁকুড়াকে টেক্কা দিয়েছে দমদম। আজ বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে ১১.২ ডিগ্রি। আর দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৮ ডিগ্রি। সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি।পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ঠান্ডা আরও বেশি। ৭.১ ডিগ্রিতে নেমেছে পুরুলিয়ার তাপমাত্রা। ৯ ডিগ্রিতে নেমেছে আসানসোল-শ্রীনিকেতনের পারদ।

উত্তরের সমতলেও হাড়কাঁপানো ঠান্ডা। কালিম্পংকেও টেক্কা কোচবিহারের। কালিম্পংয়ের তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রিতে। অপরদিকে, কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি! তবে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা কম। মঙ্গলবার ও বুধবার ফের বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে বৃষ্টির তেমন দেখা মেলেনি। কিন্তু কুয়াশার দাপটে নাজেহাল বাঙালী। দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চালানো দায়। আজও সকালের পরিস্থিতি একই রকম। একে ঠান্ডা তার উপর কুয়াশা। মাঘের এই শীত পুরো কাঁপাচ্ছে বাংলাকে।