Panchayat Election: হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটের তিন মাস পর ‘জয়ী’ কংগ্রেস প্রার্থী

Panchayat Election: মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী জানিয়েছেন, ফল প্রকাশের পদ্ধতিগত ত্রুটিও তুলে ধরা হয় আদালতে। দীর্ঘ শুনানির পর তিন মাস বাদে অবশেষে রায় ঘোষণা করল হাইকোর্ট।

Panchayat Election: হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটের তিন মাস পর 'জয়ী' কংগ্রেস প্রার্থী
কলকাতা হাইকোর্ট।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 12:34 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগের পাহাড় জমা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত একের পর এক অভিযোগ নিয়ে মামলা হয়েছিল। সেরকমই একটি মামলার রায়ে নির্বাচনের তিন মাস পর জয়ী হিসেবে শংসাপত্র পেতে চলেছেন কংগ্রেস প্রার্থী। তিনি বেশি ভোট পাওয়া সত্ত্বেও জোর করে তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন ওই কংগ্রেস প্রার্থী। বুধবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, অবিলম্বে ওই প্রার্থীকে জয়ী ঘোষণা করতে হবে।

পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসন নিয়েই হয়েছিল এই মামলা। কংগ্রেস প্রার্থী তীজেন্দ্র নাথ মাহাতোর অভিযোগ ছিল, তিনি ৬ ভোটে জিতছিলেন ভোটে। কিন্তু বিডিও ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জোর করে তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে জিতিয়ে দেন বলে অভিযোগ। এই ইস্যুতেই মামলা হয়েছিল।

মামলাকারীর আইনজীবী কৌস্তভ বাগচী জানিয়েছেন, ফল প্রকাশের পদ্ধতিগত ত্রুটিও তুলে ধরা হয় আদালতে। দীর্ঘ শুনানির পর তিন মাস বাদে অবশেষে রায় ঘোষণা করল হাইকোর্ট। বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ওই কংগ্রেস প্রার্থীর নামে জয়ের শংসাপত্র দেওয়া হয়।