Kolkata: দমদম-পিকনিক গার্ডেনের পর এবার চেতলা, ভোরেই ভেঙে পড়ল মেয়রের এলাকার বাড়ি

Kolkata: খবর গিয়েছে পুরসভাতেও। পুরসভার টিম কিছুক্ষণের মধ্যেই ঢোকার কথা রয়েছে। যে অংশটি ভেঙে পড়েছে সেটি সরানোর কাজও দ্রুত শুরু হবে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটির যে অংশটি ভেঙে পড়েছে সেখানে কোনও লোকজন থাকত না।

Kolkata: দমদম-পিকনিক গার্ডেনের পর এবার চেতলা, ভোরেই ভেঙে পড়ল মেয়রের এলাকার বাড়ি
ফের ভেঙে পড়ল বাড়ি Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2024 | 9:02 AM

কলকাতা: শনিবারের পর রবিবরাও বাড়ি ভেঙে বিপর্যয়। মেয়রের বাড়ির এলাকাতেই ভেঙে পড়ল বাড়ির একাংশ।  চেতলায় এদিন ভোরে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে বলে খবর। প্রসঙ্গত, কলকাতা শহরের একাধির পুুরনো বাড়িকে বিগত কয়েকদিন ধরে ভেঙে পড়তে দেখা গিয়েছে। যা নিয়ে শোরগোল চলছে নাগরিক মহলে। কয়েকদিনে গার্ডেনরিচ থেকে দমদম, সর্বত্রই নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়েছে। এরইমধ্যে এবার চেতলার ঘটনায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। ১/৩এ পরমহংসদেব রোড। এদিন কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের অধীনস্থ এই ঠিকানারই একটি তিন তলা বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়েছে। খোদ কলকাতার মেয়রের ওয়ার্ড এটি।

সূত্রের খবর, এদিন ভোর ৫টা নাগাদ চেতলা রোডের কাছে থাকা একটি বাড়ির একাংশ ভেঙে যায়। বাড়িটির নিচে রয়েছে দোকান। তার উপরেই বাড়িটি ভেঙে পড়েছে বলে খবর। কিন্তু, যেহেতু একদম ভোরে ঘটনাটি ঘটেছে সেই সময় খোলেনি বাজার। রাস্তায় যান চলাচলও ছিল হাতেগোনা। সে কারণেই বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। নেই কোনও হতাহতের খবর। কিন্তু, যেভাবে বাড়ির একাংশ ভেঙে পড়েছে তা দেখে আঁতকে উঠছেন এলাকার লোকজন। খবর চাউর হতেই সকাল থেকে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

খবর গিয়েছে পুরসভাতেও। পুরসভার টিম কিছুক্ষণের মধ্যেই ঢোকার কথা রয়েছে। যে অংশটি ভেঙে পড়েছে সেটি সরানোর কাজও দ্রুত শুরু হবে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটির যে অংশটি ভেঙে পড়েছে সেখানে কোনও লোকজন থাকত না। সে কারণেই বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। প্রসঙ্গত, একদিন আগেই আবার উত্তর দমদমে ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনিতে নির্মীয়মাণ বহুতলের চাঙড় ভেঙে এক মহিলার মৃত্যু হয়। মৃতের নাম কেয়া শর্মা চৌধুরী। ঘটনায় আবাসনের ১৮ ঠিকা শ্রমিককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে শনিবার পিকনিক গার্ডেনেও ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ। যা নিয়েও চাপানউতর চলছে।