কোভিডে ভিড় বাড়ছে লাশকাটা ঘরেও, এরইমধ্যে ডোম চেয়ে বিজ্ঞপ্তি জারি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের

শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে করোনা (COVID-19) চিকিৎসার হাসপাতাল হিসাবে সরকারি ঘোষণার পর কাতারে কাতারে মানুষ আসছেন নিয়মিত।

কোভিডে ভিড় বাড়ছে লাশকাটা ঘরেও, এরইমধ্যে ডোম চেয়ে বিজ্ঞপ্তি জারি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 4:30 PM

কলকাতা: ভয়ঙ্কর করোনা (COVID-19) পরিস্থিতি। ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে মৃতদেহের ভিড়। পরিস্থিতি এমন, তা দাহ করার লোক নেই। এই পরিস্থিতিতে ‘ডোম’ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল শহরের অন্যতম কোভিড হাসপাতাল শম্ভুনাথ পণ্ডিত।

বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাসপাতালের তরফে। যেখানে বলা হয়েছে, আগামী ৬ মাসের জন্য চুক্তিভিত্তিতে চারজন ‘ডোম’ নিয়োগ করা হবে। মাসিক বেতন ১০ হাজার টাকা।

আরও পড়ুন: জঙ্গলে ঝুলছে বিজেপি কর্মীর দেহ! কপালে ফেট্টিতে লেখা ‘জয় শ্রী রাম’

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২২৬৩ জনের। বাংলার অবস্থাও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের।

গোদের উপর বিষ ফোঁড়া আবার ভোট। এই অবস্থায় বল্গাহীন কোভিড সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। হাসপাতাল হোক কিংবা বাড়ি, কোভিড আক্রান্তের মৃত্যু হলে তা সৎকারে নাকানিচোবানি খেতে হচ্ছে পরিবারকে। দিন যত এগোবে পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর হবে সে আঁচও মিলছে।

শহরের কোভিড হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর সংখ্যা। সম্প্রতি শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে করোনা চিকিৎসার হাসপাতাল হিসাবে সরকারি ঘোষণার পর বহু মানুষ আসছেন নিয়মিত। এদিকে এখানে বেডও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়তে চলেছে প্রায় ৪০০ বেড। সেক্ষেত্রে রোগী ভর্তি বাড়লে, মৃত্যুও বাড়বে বলেই আশঙ্কা! সেই আশঙ্কা থেকেই নয়া বিজ্ঞপ্তি নয় তো, উঠছে প্রশ্ন।