Death: বাঘাযতীনে রিক্সা স্ট্যান্ডে কথা কাটাকাটি, ধাক্কায় মাটিতে পড়ে মৃত্যু ১ জনের
Kolkata: অভিযোগ, মুহূর্তে তাঁরা দু'জন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, তখনই রবি প্রণয়কে ধাক্কা মারেন। মাটিতে লুটিয়ে পড়েন প্রণয়। মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়।
কলকাতা: দুই ভ্যানচালকের মধ্যে মারপিটের ঘটনায় মৃত্যু হল একজনের। মৃত ভ্যানচালকের নাম প্রণয় সাঁপুই ওরফে বাপি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাঘাযতীন রামঠাকুর আশ্রমের পাশের রিক্সা স্ট্যান্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে ভ্যান চালক প্রণয় সাঁপুই ও রবি হালদার নামে এক ব্যক্তির মধ্যে ঠাট্টা তামাশা চলছিল। এরপর আচমকাই ইয়ার্কি বাদানুবাদে বদলে যায় হাসিঠাট্টা।
অভিযোগ, মুহূর্তে তাঁরা দু’জন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, তখনই রবি প্রণয়কে ধাক্কা মারেন। মাটিতে লুটিয়ে পড়েন প্রণয়। মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। তড়িঘড়ি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, নিহত প্রণয় বাঘাযতীন এলাকায় থাকেন। পাটুলি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। এদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনার পর রবি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “দু’জনই রিক্সা চালায়। বিকেলে ধাক্কাধাক্কি করছিল। সেই সময় একজন পড়ে যায়। মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।” ওই স্ট্যান্ডের অন্যান্য গাড়ি চালকদের সঙ্গে কথা বলে পুলিশ। যেখানে এই ঘটনা, গার্ডরেল দিয়ে তা ঘিরে দেয় পুলিশ।