South Dumdum: ‘দুই ভাই বাড়ি করছে, কী বলব?’, বেআইনি নির্মাণ প্রশ্নে জবাব কাউন্সিলরের
South Dumdum: এ নিয়ে স্থানীয় কাউন্সিলর মুনমুন চট্টোপাধ্যায়ের বক্তব্য, "পুরসভার অ্যাক্টে যা লেখা আছে সেটা তো মানতে হবেই। কিন্তু দুই ভাই বাড়ি করছে, সেখানে আমরা কী বলতে পারি? কলোনির জায়গা তো ছোট। ছোট ছোট জায়গায় চার ভাই আছে। চারটে হয়ত দোতলা করল। এক তলায় ভাড়া আছে। দোতলায় নিজেরা থাকে। তাই হয়ত গ্যাপটা কম হয়েছে। আমরা কিছু বলতে পারি না।"
কলকাতা: এবার বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন দক্ষিণ দমদমের বাসিন্দারা। হু হু করে রোজ তৈরি হচ্ছে ‘ইমারত’। অভিযোগ, কোথাও কোথাও দু’টো বিল্ডিংয়ের মাঝে নেই এক হাতের ফাঁকও। বাড়ির উপর ভর করে বাড়ি, তার পাশেও চলছে বহুতলের নির্মাণ। কারা ছাড়পত্র দিচ্ছে এই নির্মাণগুলিতে? পুরসভার ভূমিকা এখানে প্রশ্নের মুখে। ১৬ নম্বর ওয়ার্ডে এই ছবি দেখা গিয়েছে।
তবে এ নিয়ে স্থানীয় কাউন্সিলর মুনমুন চট্টোপাধ্যায়ের বক্তব্য, “পুরসভার অ্যাক্টে যা লেখা আছে সেটা তো মানতে হবেই। কিন্তু দুই ভাই বাড়ি করছে, সেখানে আমরা কী বলতে পারি? কলোনির জায়গা তো ছোট। ছোট ছোট জায়গায় চার ভাই আছে। চারটে হয়ত দোতলা করল। এক তলায় ভাড়া আছে। দোতলায় নিজেরা থাকে। তাই হয়ত গ্যাপটা কম হয়েছে। আমরা কিছু বলতে পারি না।”
তবে স্থানীয় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বক্তব্য, “যদি দুই ভাই হয়। তারা আলাদা বাড়ি করে। তার মানে জমিটা ইতিমধ্যে আলাদা হয়েছে। আলাদা প্লট। সেক্ষেত্রে আমার আপনার যা নিয়ম, দুই ভাইয়ের জন্যও তো সেই নিয়ম থাকবে।”