Bikashranjan Bhattacharyya: মমতার হাতে সময় সাত দিন, খোলা চিঠি বিকাশের
Bikashranjan Bhattacharyya: বিকাশ রঞ্জনের এই ফেসবুক পোস্ট ঘিরে স্বাস্থ্য দফতরের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল।
বিকাশ রঞ্জনের এই ফেসবুক পোস্ট ঘিরে স্বাস্থ্য দফতরের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল। স্বাস্থ্য দফতরের কোন কোন দুর্নীতির কথা বলতে চাইছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বছর দেড়েক আগে আরএমও কেলেঙ্কারি, যাতে নাম জড়িয়েছিল শাসকদলের ঘনিষ্ঠ এক প্রভাবশালীর, সেই দুর্নীতির কথাই বিকাশরঞ্জন বলছেন কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছিল, তিনি একাই সুপার স্পেশ্যালিটি স্তরে ১৪ টি পদের সুযোগ পেয়েছিলেন। উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও তাঁদের থেকে কম যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আরএমও পদে নিয়োগ হয়েছিলেন, তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। পোস্টিং নিয়েও নানান অভিযোগ রয়েছে স্বাস্থ্য দফতরের অন্দরে। টাকা বিনিময়ে পোস্টিংয়েরও অভিযোগ রয়েছে।
আরও উল্লেখ্য, কোভিডের সময়েও পিপিই কিট নিয়েও কেলেঙ্কারি হয়েছিল। রাজভবন থেকে চিঠি এসেছিল স্বাস্থ্য দফতরে। কিন্তু তারপর সেই তদন্তের গতিপ্রকৃতি কী হয়েছিল, সেটাও অস্পষ্ট। আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের একটি কমিটি গঠন হয়েছিল বটে, তবে তার চূড়ান্ত পরিণতি দেখা যায়নি।