Amit Shah-JP Nadda: বড়দিনের রাতে কলকাতায় শাহ-নাড্ডা, আজ যাবেন কালীঘাট

BJP: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসন জয় করার লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহজি। আমরা এই লক্ষ্যমাত্রা মাথায় রেখে এগোচ্ছি।" দলীয় কর্মীদের এই লক্ষ্যমাত্রা পূরণের রণকৌশল স্থির করতেই শাহ ও নাড্ডার এবারের কলকাতা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

Amit Shah-JP Nadda: বড়দিনের রাতে কলকাতায় শাহ-নাড্ডা, আজ যাবেন কালীঘাট
কলকাতায় এলেন অমিত শাহ ও জেপি নাড্ডা। ফাইল ছবি।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 6:32 AM

কলকাতা: বড়দিনের রাতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতেই অমিত শাহর এই কলকাতা সফর বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবে শাহের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল-সহ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ। বিমানবন্দর থেকে বেরোনোর সময় ঢাক বাজিয়ে, স্লোগান দিয়ে শাহ-নাড্ডাকে অভ্যর্থনা জানান বিজেপি কর্মী-সমর্থকেরা। দলীয় কর্মীদের এই উন্মাদনা দেখে গাড়ি থেকে নেমে সমর্থকদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথাও বলেন অমিত শাহ।

অমিত শাহর এই কলকাতা সফর পূর্ব নির্ধারিতই ছিল। সেই মতো নির্দিষ্ট সূচি অনুযায়ী সোমবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ ও জেপি নাড্ডা। সেখাবন থেকে তাঁরা সরাসরি নিউ টাউনের বিলাসবহুল হোটেলে যান। সেখানেই রাত্রিবাস করেন। তারপর মঙ্গলবার সকাল থেকে গুরুদ্বার, কালীঘাট মন্দির করা দর্শন থেকে দলীয় নেতাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন শাহ-নাড্ডা।

বিজেপি সূত্রে খবর, সোমবার রাতে দু-দিনের সফরে কলকাতা এসেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। মঙ্গলবার সকালে তাঁরা প্রথমে যাবেন জোড়াসাঁকোর গুরুদ্বারে। সেখান থেকে বেলা সাড়ে ১১টা নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন এবং পুজো দেবেন তাঁরা। তাঁদের সঙ্গে কালীঘাট মন্দিরে যেতে পারেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো রাজ্য বিজেপি নেতৃত্ব। মন্দিরে পুজো দেওয়ার ফের তিনি নিউ টাউনে হোটেলে ফিরে যাবেন এবং সেখানেই রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। তারপর ন্যাশনাল লাইব্রেরিতে সোশ্যাল মিডিয়ার ভলান্টিয়ারদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন শাহ ও নাড্ডা। এরপর ফের নিউ টাউনের হোটেলে ফিরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন ‘বিজেপির চাণক্য’ ও দলের সর্বভারতীয় সভাপতি। এই বৈঠকের পরই সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির বিমান ধরবেন শাহ ও নাড্ডা।

প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়াই লক্ষ্য বিজেপির। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের মধ্যে ৩৫টি আসন জয় করার লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহজি। আমরা এই লক্ষ্যমাত্রা মাথায় রেখে এগোচ্ছি।” দলীয় কর্মীদের এই লক্ষ্যমাত্রা পূরণের রণকৌশল স্থির করতেই শাহ ও নাড্ডার এবারের কলকাতা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক সিনিয়ার নেতা জানান, নতুন বছর শুরুর আগে দলের দুই শীর্ষ নেতার কলকাতা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে কখনও এই দুই শীর্ষ নেতাকে একসঙ্গে কলকাতা সফরে দেখা যায়নি বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পল। অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে আসন্ন লোকসভা ভোটে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা এর থেকেই স্পষ্ট। এবার রাজ্য নেতৃত্বকে অমিত শাহ ও জেপি নাড্ডা কী বার্তা দেন, সেটাই দেখার।