Amit Shah: ৫ নভেম্বর আসছেন না অমিত শাহ, ‘বিশেষ কারণে’ আপাতত স্থগিত বৈঠক: সূত্র
Eastern Zonal Council: সুকান্ত মজুমদার বৃহস্পতিবার অমিত শাহর বঙ্গ সফর প্রসঙ্গে বলেছিলেন, "অমিত শাহ আসছেন কি না, সেই নিয়ে এখনও কোনওরকম কনফার্মেশন নেই।"
কলকাতা: ৫ নভেম্বর রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্র মারফত এমনই জানা গিয়েছে। ওই দিন ইস্টার্ন জ়োনাল কাউন্সিলের (Eastern Zonal Council) বৈঠক হওয়ার কথা ছিল কলকাতায়। অমিত শাহ ইস্টার্ন জোনাল কাউন্সিলের চেয়ারম্যান। বিশেষ কারণে আপতত ওই বৈঠক স্থগিত রাখা হয়েছে বলে সূত্রের খবর। ৫ নভেম্বর নবান্নে ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। ইস্টার্ন জোনাল কাউন্সিলের ওই বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও আসতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে আপাতত ওই বৈঠক স্থগিত থাকছে বলে খবর।
উল্লেখ্য, এর আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার অমিত শাহর বঙ্গ সফর প্রসঙ্গে বলেছিলেন, “অমিত শাহ আসছেন কি না, সেই নিয়ে এখনও কোনওরকম কনফার্মেশন নেই। সরকারি অনুষ্ঠানে আসার কথা অমিত শাহের।” এর পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও অমিত শাহকে জানানো হবে বলে জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গেও অমিত শাহকে সাক্ষাৎ করানোর প্রস্তাবও দেওয়ার পরিকল্পনাও ছিল বঙ্গ বিজেপির। তবে আপাতত সূত্র মারফত যা খবর, তাতে ৫ নভেম্বর রাজ্যে আসছেন না অমিত শাহ।
প্রসঙ্গত, সরকারি কর্মসূচিতে রাজ্যে আসার কথা থাকলেও, অমিত শাহর বঙ্গ সফর ঘিরে জোর চর্চা চলছিল রাজনৈতিক মহলে। বিশেষ করে, বঙ্গ বিজেপির সঙ্গে তাঁর কী কী কর্মসূচি থাকবে, তা নিয়েও জল্পনা চলছিল। এর আগে একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে ২০০ পার করার হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। সেই বার্তা বিজেপির নীচুতলার কর্মীদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে এবার পঞ্চায়েত ভোটের আগে অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বকে কী বার্তা দেন, সেই দিকে নজর ছিল রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে ৫ নভেম্বর আসছেন না অমিত শাহ।