কলকাতায় এসেই এনআইএ-র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে শাহ
শুক্রবার রাতেই দু’দিনের সফরে কলকাতায় পৌঁছবেন শাহ। থাকবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানেই শনিবার সকালে সফর শুরু হওয়ার আগে তিনি বৈঠক করবেন এনআইএ কর্তাদের সঙ্গে।
কলকাতা: রাজ্যে ইসলামিক জঙ্গি কার্যকলাপের (Terror Activity) শিকড় কতটা গভীরে পৌঁছেছে? তা রুখতেও বা কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্যে এসে সামগ্রিক হাল হকিকত জানবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, শনিবার সকালে তিনি জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র (National Investigating Agency ) কলকাতা দফতর-সহ পূর্বাঞ্চলীয় দফতরগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
শুক্রবার রাতেই দু’দিনের সফরে কলকাতায় পৌঁছবেন শাহ। থাকবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে। সেখানেই শনিবার সকালে সফর শুরু হওয়ার আগে তিনি বৈঠক করবেন এনআইএ কর্তাদের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)-র কর্তারাও।
জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ ওই বৈঠকে রাজ্যে সক্রিয় বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠনের গতিবিধি সম্পর্কে আলোচনা হবে। কারণ, কয়েক মাস আগেই এনআইএ-র গোয়েন্দারা মুর্শিদাবাদে আল-কায়েদার মতাদর্শে অনুপ্রাণিত একটি জঙ্গি মডিউলের হদিশ পান। সেই তদন্ত কতদূর এগোল, তা খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে, তদন্তে রাজ্যে আল কায়েদা, জামাতুল মুজাহিদিন এবং আইএসের মত সংগঠনের গতিবিধি এবং কার্যকলাপ সম্পর্কে কী কী তথ্য উঠে এসেছে, তারও একটি বিস্তারিত রিপোর্ট নেবেন তিনি।
সূত্রের খবর, এনআইএ তদন্তে জানা গিয়েছে, রাজ্যে ভোটের আগে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে কয়েকটি সংগঠনের। তারা সরাসরি আল কায়েদা বা আইএসের মত জঙ্গি সংগঠন না হলেও, কট্টরপন্থী সংগঠন। ওই তালিকায় রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নামও। এনআইএ তদন্তে আরও প্রকাশ পেয়েছে, সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলনকে সামনে রেখে বেশ কিছু কট্টরপন্থী সংগঠন গত কয়েক মাসে সংগঠিত করেছে বেশ কিছু যুবককে। মুর্শিদাবাদ-নদিয়ায় তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে আরও কিছু সংগঠন। যাদের সদস্যদের একাংশ আগে বিভিন্ন অতি বাম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: আইপিএস ডেপুটেশনকাণ্ড: সুপ্রিম দুয়ারে কড়া নাড়ার ভাবনা রাজ্যের
সূত্রের খবর, রাজ্যের বেশ কয়েকটি ঘটনার প্রাথমিক তদন্ত করে রেখেছে এনআইএ। তার রিপোর্ট পেশ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি সবুজ সংকেত দিলে ওই মামলাগুলির তদন্তেরও ভার নিতে পারে জাতীয় তদন্ত সংস্থা। ইতিমধ্যেই বীরভূমের দু’টি বোমা বিস্ফোরণের মামলার তদন্ত করছে এনআইএ।
আরও পড়ুন: ইস্তফা জারি, তৃণমূলের সংখ্যালঘু সেলের সচিবের পদত্যাগ