Kumartuli: দুর্গাপুজোর বাকি ৩৩ দিন, কুমারটুলিতে প্রতিমা গড়ার ব্যস্ততা তুঙ্গে

কুমারটুলি থেকে শুধু কলকাতা বা শহরতলি নয়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় প্রতিমা। সেই সব প্রতিমা যেহেতু পুজোর আগেই বাইরে পাঠাতে হয়, তাই সেগুলি শেষ করার কাজেই এখন অগ্রাধিকার দিচ্ছেন মৃৎশিল্পীরা। কুমারটুলি গেলেই এখন দেখা মিলবে বিভিন্ন প্রতিমার গায়ে মাটির প্রলেপ।

Kumartuli: দুর্গাপুজোর বাকি ৩৩ দিন, কুমারটুলিতে প্রতিমা গড়ার ব্যস্ততা তুঙ্গে
কুমারটুলিতে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 7:14 PM

কলকাতা: আর মাত্র ৩৩ দিন পর দুর্গাপুজো। সেই দুর্গাপুজো ঘিরে মহানগরী থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিমাশিল্পীরা এখন দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজ শুরু করে দিয়েছেন। কুমারটুলিতেও দেখা গেল সেই ব্যস্ততা। ইতিমধ্যেই কুমারটুলি থেকে বিশ্বকর্মা এবং গণেশ প্রতিমা পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। এইসব কাজের পাশাপাশি শিল্পীরা ব্যস্ত দুর্গাপ্রতিমা গড়তে।

কুমারটুলি থেকে শুধু কলকাতা বা শহরতলি নয়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় প্রতিমা। সেই সব প্রতিমা যেহেতু পুজোর আগেই বাইরে পাঠাতে হয়, তাই সেগুলি শেষ করার কাজেই এখন অগ্রাধিকার দিচ্ছেন মৃৎশিল্পীরা। কুমারটুলি গেলেই এখন দেখা মিলবে বিভিন্ন প্রতিমার গায়ে মাটির প্রলেপ। অনেক প্রতিমার গায়ে রঙের প্রথম প্রলেপও পড়ে গিয়েছে।

প্রতিমা তৈরির ফাঁকেই কুমারটুলির এক মৃৎশিল্পী বলেছেন, “বিশ্বকর্মা পুজো চলে এল। সামনেই গণেশ পুজো। তার ব্যস্ততা তো রয়েইছে। সেগুলি মণ্ডপে যাওয়া শুরু হয়েছে। দুর্গাপুজোও আর বেশি দেরি নেই। সেগুলিও জোরকদমে তৈরি করা হচ্ছে। মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই রঙের কাজ শুরু হয়ে যাবে। অর্ডার ইতিমধ্যেই অনেক এসেছে। আবার অর্ডার আসার এখনও বাকি রয়েছে। তবে বাড়ির পুজোর অর্ডার আগেই এসে যায়। ক্লাবের বা পাড়ার পুজোর অর্ডার এখনও আসবে।”