Nursinghome: আসছেন না বাংলাদেশিরা, ‘ফাঁকা’ প্রাইভেট হাসপাতাল চত্বর
Kolkata: বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ইএম বাইপাস সংলগ্ন হাসপাতালের ওপিডি-তে বাংলাদেশ থেকে আগত রোগীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে। একাধিক হাসপাতালে বাতিল চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা,অস্ত্রোপচার।
কলকাতা: চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন প্রচুর বাংলাদেশি মানুষ। রাজ্য, বিশেষ করে কলকাতায় সেই সংখ্যাটা অনেক। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি। সেদেশের অস্থিরতার জের পড়তে শুরু করেছে রাজ্যের বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে। বহির্বিভাগ-অন্তর্বিভাগে কার্যত একই ছবি।
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ইএম বাইপাস সংলগ্ন হাসপাতালের ওপিডি-তে বাংলাদেশ থেকে আগত রোগীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে। একাধিক হাসপাতালে বাতিল চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা,অস্ত্রোপচার। চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন অনেকেই। তাঁদের সবরকম ভাবে সাহায্যের আশ্বাস বেসরকারি হাসপাতাল কর্তাদের।
এ প্রসঙ্গে এক বেসরকারি হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত বলেন, “ওপিডিতে ২৯ থেকে ৩০ জন থাকতেন। শেষ দুসপ্তাহ ধরে সংখ্যাটা কমে এসে হয়েছে ১২ কী ১৩। কালকে এসেছে ১০ জন। আজ ৪ জন।” আরও এক বেসরকারি হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র বলেন, “প্রভাব পড়বেই। আমাদের হাসপাতালে প্রতিদিন প্রায় ২০০ বেশি নাগরিক আসেন চিকিৎসা করাতে। এখন সংখ্যাটা কমলেও, ভবিষ্যতে অচলাবস্থা না কাটলে আরও কমবে। ওঁরা তো একটা বিশ্বাস নিয়ে চিকিৎসা করাতে আসে। সেক্ষেত্রে আমরা তাঁদের চিকিৎসা দিতে পারছি না খারাপ লাগছে।” প্রসঙ্গত, কলকাতায় কখনও চোখের চিকিৎসা, কখনও বা হার্ট, কখনও কোনও জটিল রোগের চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি মানুষ আসেন। তবে টালমাটাল পরিস্থিতির জন্য যারা এসেও ছিলেন তাঁরা এখন ফিরতে ব্যস্ত নিজের দেশে। আপনজনের কাছে। ফলত, ফাঁকা হচ্ছে এ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি।