‘জুড়ছেন দুই মা’, মোদীর হাতে যাত্রা শুরু হবে দক্ষিণেশ্বর মেট্রোর

সোমবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে নোয়াপাড়া - দক্ষিনেশ্বর (Noapara- Dakshinswar Metro) মেট্রোর।

'জুড়ছেন দুই মা', মোদীর হাতে যাত্রা শুরু হবে দক্ষিণেশ্বর মেট্রোর
দক্ষিণেশ্বর মেট্রো
Follow Us:
| Updated on: Feb 21, 2021 | 11:27 PM

দক্ষিণেশ্বর: দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার ভার্চুয়ালি দক্ষিণেশ্বর (Dakshineswar) মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বাংলায় টুইট করে মোদী লিখেছেন, “মা কালীর দুটি পবিত্র মন্দির, কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে।” দক্ষিণেশ্বরে নতুন মেট্রো স্টেশন চালু হলে খুব কম সময়ে কলকাতা পৌঁছতে পারবেন শয়ে শয়ে যাত্রী।

সোমবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে নোয়াপাড়া – দক্ষিনেশ্বর মেট্রোর। ভার্চুয়ালি এই নতুন মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে মোট ১৫৮ টি মেট্রো চলবে বলে খবর রেল সূত্রে। দমদম থেকে দক্ষিণেশ্বর আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

সোমবার বঙ্গে ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর। এ দিন বিকেল ৩.১০ এ কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। বিকেল সোয়া তিনটের সময় কলকাতা বিমানবন্দর থেকে চুঁচুড়ার উদ্দেশে রওনা দেবেন নরেন্দ্র মোদী। বিকেল ৩.৩৫ এ চুঁচুড়া ডানলপ হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন তিনি। বিকেল ৩.৪৫-এ মোদীর জনসভা। বিকেল ৪.৩৫ মিনিটে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বের মেট্রো। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বের পর্যন্ত ৪ কিলোমিটার মেট্রোর সম্প্রসারিত অংশের কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। কমিশনার অফ রেলওয়ে সেফটি ৫ ফেব্রুয়ারি স্টেশন পরিদর্শন করেন। এরপর ছাড়পত্র দেয় রেল। ২০১০-১১ সালের রেলবাজেটে এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তত্‍কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের ভাড়া ২৫ টাকা। এই স্টেশন চালু হওয়ায় কম সময়ে ও অনেক কম খরচে কলকাতায় পৌঁছতে পারবেন বহু মানুষ। যার ফলে খুশি নিত্যযাত্রীরা।

আরও পড়ুন: মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় সিবিআই, রুজিরার উত্তর না এলে পরবর্তী পদক্ষেপ