Bengal BJP: ‘প্রার্থী সব জায়গায় ঠিক , শুধু নির্বাচন ঘোষণা হলে প্রতীক দেওয়া হবে’, পঞ্চায়েতের প্রস্তুতি প্রায় সারা গেরুয়া শিবিরের
Bengal BJP: পঞ্চায়েতের এই কোর কমিটি তৈরি হয়েছিল ২৪ জুন। তারপর হয়ে গিয়েছে দলীয় স্তরে একটা বৈঠক। ভার্চুয়াল বৈঠকও হয়েছে।
কলকাতা: জানুয়ারিতে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তাই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি শুরু। পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে কোর কমিটি তৈরি হয়েছে, তার প্রধান করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। কতজনকে প্রার্থী করা হবে, কত আসনে জিততে পারা যাবে তা নিয়ে বৈঠক। গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নির্বাচনে দলের বর্তমান অবস্থা তা নিয়ে আলোচনা করে প্রাথমিক একটা ধারনা নেওয়ার চেষ্টা করবেন রাজ্য নেতৃত্ব। সিদ্ধান্ত হয়েছে, জেলায় জেলায় অন্য দলের নিচু তলার কর্মীরা বিজেপিতে যোগ দিতে চাইলে তাঁদের বাধা দেওয়া হবে না। বিজেপি সূত্রের খবর, পার্থ এবং অনুব্রতর গ্রেফতারের পর অনেক বসে যাওয়া কর্মী আবার মিটিং-মিছিলে যোগ দিচ্ছেন। সেই সব কর্মীদের কাজে লাগাতে চাইছেন শীর্ষ নেতারা। আসছে । এটা কাজে লাগাতে চাইছে দল।
পঞ্চায়েতের এই কোর কমিটি তৈরি হয়েছিল ২৪ জুন। তারপর হয়ে গিয়েছে দলীয় স্তরে একটা বৈঠক। ভার্চুয়াল বৈঠকও হয়েছে। মঙ্গলবারও দলীয় স্তরে কোর কমিটির বৈঠক হয়। সূত্রের খবর, জেলা গত ভাবে পঞ্চায়েত টিম সব জেলাতেই তৈরি করে ফেলেছে গেরুয়া শিবির। মণ্ডল স্তরেও তৈরি হয়ে গিয়েছে পঞ্চায়েত টিম। এদিনের বৈঠকে তেমনই দাবি করেছেন দেবশ্রী চৌধুরী।
হাওড়া-হুগলি-মেদিনীপুর -১ রাড়বঙ্গ – ২ উওরবঙ্গ- ৩ নবদ্বীপ-৪ কলকাতা-৫
এই পাঁচ টা জোনে ভাগ করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর, প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবেন কোনও সাংসদ বা বিধায়করা। সংখ্যালঘু এলাকায় এখন কোন কমিটি করা যায় নি । তাই প্রস্তুতি শুরু করা যাচ্ছে না ।
এদিনের কোর কমিটির বৈঠক সম্পর্কে কো কনভেনার তথা সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “ভবিষ্যতে তৃণমূলের নেতৃত্ব শূন্যতায়। আমরা পঞ্চায়েত নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেব। প্রার্থী সব জায়গায় ঠিক , শুধু নির্বাচন ঘোষণা হলে প্রতীক দেওয়া হবে । সংখ্যালঘু এলাকায় আমরাও প্রার্থী দিতে পারি বা নির্দলকে সমর্থন করতে পারি।”
একুশের নির্বাচনের পর জয়ী আসন থেকেও অনেক নেতৃত্ব তাঁর পুরনো দলে ফিরেছেন। সেই আসনগুলিতে কোনও নতুন মুখ দেওয়া যায় নাতি তাঁদেরকেই ফিরিয়ে আনার চেষ্টা হবে, তা নিয়ে একটা নয়া রূপরেখা তৈরি করা হয় এই বৈঠকে। কমিটির সঙ্গে এই নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে।