Bhupatinagar: ভূপতিনগর থানার ওসি-র বিরুদ্ধে CEO কাছে অভিযোগ

Bhupatinagar: মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছেন শিশির বাজোরিয়া। গোপাল পাঠককে সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে বিজেপির তরফে। তাঁর অভিযোগ, গোপাল পাঠক নির্দিষ্ট কোনও কারণ ছাড়া বিজেপি অফিসে তল্লাশিতে গিয়েছিলেন

Bhupatinagar: ভূপতিনগর থানার ওসি-র বিরুদ্ধে CEO কাছে অভিযোগ
গোপাল পাঠকের বিরুদ্ধে অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 2:54 PM

কলকাতা:  বিজেপি বিধায়কের কার্যালয়ে ঢুকে এক নেতাকে গ্রেফতারের চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে ঘিরে আরও উত্তপ্ত ভূপতিনগর। এবার ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র কাছে অভিযোগ জানিয়েছেন শিশির বাজোরিয়া। গোপাল পাঠককে সরিয়ে দেওয়ার দাবি করা হয়েছে বিজেপির তরফে। তাঁর অভিযোগ, গোপাল পাঠক নির্দিষ্ট কোনও কারণ ছাড়া বিজেপি অফিসে তল্লাশিতে গিয়েছিলেন।

এমনিতেই দু’বছর আগের একটি বিস্ফোরণের ঘটনা, আর তাতে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে এনআইএ আধিকারিকদের ‘আক্রান্ত’ হওয়ার বিষয়টি নিয়ে চর্চার ভূপতিনগর। তার মধ্যেই সোমবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় ভূপতি নগরে। জানা যাচ্ছে,  সোমবার রাত ৮টা নাগাদ ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক তাঁর বাহিনী নিয়ে অর্জুননগরে বিজেপি বিধায়কের দলীয় কার্যালয়ে অভিযান চালায়। সেসময়ে বিধায়ক কার্যালয়েই ছিলেন। পুলিশের দাবি, এক অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছিল। পুলিশের তাড়া খেয়ে সেই অভিযুক্ত বিধায়কের দলীয় কার্যালয়ে ঢুকে পড়েছে। এরপর বিধায়ক পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান। তখনই শুরু হয় বিতণ্ডা।

বিজেপির অভিযোগ, চায়ের দোকান থেকে বিজেপির সহ-সভাপতি বিভাস প্রধানকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিজেপি। ঘটনাকে ঘিরে সোমবার রাতে বিধায়কের কার্যালয় উত্তপ্ত হয়ে ওঠে। বাগ বিতণ্ডার মাঝে ওসি-র সামনেই ভূপতিনগর থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের বিরুদ্ধে। শেষমেশ ওসি অবশ্য খালি হাতেই কার্যালয় থেকে বেরিয়ে আসেন। এবার সেই ওসি-র বিরুদ্ধেই অভিযোগ দায়ের হল। প্রসঙ্গত, ভূপতিনগর থানায় এনআইএ যে অভিযোগ করেছিল, সেই মামলারও প্রথম তদন্তকারী অফিসার ছিলেন গোপাল পাঠক। এখন অবশ্য এই মামলা শ্যামল চক্রবর্তীর হাতে।