Anupam Hazra: ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ নিয়ে চাঞ্চল্যকর ফেসবুক পোস্ট অনুপম হাজরার
Anupam Hazra: অনুপম লেখেন, 'এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার!!! শেষ পর্যন্ত 'লক্ষ কণ্ঠে গীতাপাঠ'- এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন !!! ??? হায়রে - এরা আদৌ হিন্দু !!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে !!! আর কতদিন যে 'চোর মুক্ত বিজেপি চাই' বলে গলা ফাটাতে হবে কে জানে !!!????'
কলকাতা: আরও একবার বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরার সোশ্যাল পোস্ট ঘিরে হইচই। বোলপুরের প্রাক্তন সাংসদ ফেসবুকে প্রশ্ন তুললেন, কতদিন আর তাঁকে ‘চোর মুক্ত বিজেপি চাই’ বলে আওয়াজ তুলতে হবে? রবিবার কলকাতার ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হতে চলেছে। এই অনুষ্ঠানে কার্ড বিলির নামে নলহাটি থেকে টাকা তোলার অভিযোগ তুলেছেন জনৈক অনিল সাহা। অনুপম হাজরা নিজের ফেসবুক প্রোফাইলে অনিল সাহার পোস্টটি শেয়ার করেন।
অনিল সাহা লিখেছেন, ‘২৪.১২.২০২৩ তারিখ রবিবার কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে সেখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবস্থাপনায় যাঁরা আছেন তাঁরা। যাঁরা যাবেন, তাঁদের জন্য গেটপাসের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ভিআইপির লোককে ভিআইপি কার্ড দেওয়া হয়েছে। কিন্তু কোথাও এক হাজার টাকা নিয়ে কার্ড দিতে হবে এই ধরনের নির্দেশ দেওয়া হয়নি। বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতির নির্দেশে বীরভূম জেলার নলহাটি এলাকা হইতে কিছু কিছু লোককে কার্ড বিলি করতে দেওয়া হয়েছে। তারা একটি কার্ডে ১০০০ টাকা পর্যন্ত নিচ্ছে।’
এই পোস্টটি শেয়ার করে অনুপম লেখেন, ‘এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার!!! শেষ পর্যন্ত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’- এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন !!! ??? হায়রে – এরা আদৌ হিন্দু !!!??? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে !!! আর কতদিন যে ‘চোর মুক্ত বিজেপি চাই’ বলে গলা ফাটাতে হবে কে জানে !!!????’
গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে মানস ভট্টাচার্যকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যাঁরা পাত্তা পাচ্ছেন না, তাঁরা এইসব কথা বলছেন। গত এক বছর ধরে এই অনুষ্ঠান সার্থক হচ্ছে। এমন কোনও অভিযোগ ঠিক নয়। কে কোন দলের সম্পাদক, কী বললেন আমাদের কাছে গুরুত্ব নেই।”