বিজেপি নেতা রাকেশ সিংয়ের দুই ছেলেকে আটক করল পুলিশ
বিজেপি নেতা রাকেশ সিংয়ের দুই ছেলে সাহেব ও শুভম সিংকে আটক করল কলকাতা পুলিশ
কলকাতা: মাদক যোগে অভিযুক্ত রাকেশ সিংয়ের (BJP Leader Rakesh Singh) দুই ছেলেকে আটক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। এদিন সন্ধ্যেবেলা বিজেপি নেতার বাড়িতে যায় কলকাতা পুলিশের একটি দল। সেখান থেকে তাঁর দুই ছেলে সাহেব সিং ও শুভম সিংকে আটক করে পুলিশ।
এদিন মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির হেভিওয়েট নেতা রাকেশ সিংয়ের বাড়িতে যায় পুলিশ। তবে তাঁর বাড়িতে পুলিশকে ঢুকতে বাধা দেয় সিআইএসএফ। প্রয়োজনে রাকেশ সিংয়ের বাড়ির দরজা ভাঙার জন্য হাতুড়ি, শাবল এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে প্রস্তুত হয় পুলিশ। তবে সেরকম কোনও পদক্ষেপ করতে হয়নি। আড়াই ঘণ্টা অপেক্ষার পর সাত জন পুলিশকে ভিতরে ডুকতে দিতে বাধ্য হন তাঁরা। এরপরই সন্ধেবেলা বিজেপি নেতার দুই ছেলেকে আটক করা হয়।