Tapas Roy Exclusive: এতদিন বিজেপি বিরোধিতা, এখন প্রশংসা করতে অসুবিধা হবে না? তাপস রায় দিলেন জবাব
Tapas Roy: তাপস রায় বলেন, "ঘটনাটা দুঃখজনক বটেই। মানিয়ে নিতে হবে। আর এর আগেও একবার হয়েছে। অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটেছে। আর এই ঘটনা তো এমনি ঘটে না। ঘটনার পিছনে বহু কারণ থাকে। ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে। অনেকগুলো দিন, মাস, বছর থাকে।"
কলকাতা: রাজনৈতিক নেতাদের দল বদল মানেই, যে দলে এতদিন ছিলেন সেই দলের বিষোদগার করা। একইসঙ্গে এতদিন যে দলকে আক্রমণ করে এসেছেন, সেই দলের স্তুতি করা। এটা কি খুব সহজে করা যায়? তাপস রায়, যিনি দু’ দশকের বেশি সময় তৃণমূলে ছিলেন, বুধবার থেকে বিজেপির হয়ে গেলেন। স্বভাবতই এবার বিজেপির ভাল এবং তৃণমূলের সমালোচনা করতে হবে তাঁকে। এই যে ভূমিকা বদলে যাওয়া, মানিয়ে নেওয়া কতটা কঠিন? টিভিনাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে এক সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা জবাব দিলেন তাপস রায়। মেনে নিলেন, ঘটনাটা খুব অভিপ্রেত নয়। তবে মানিয়ে নিতে হবে।
তাপস রায় বলেন, “ঘটনাটা দুঃখজনক বটেই। মানিয়ে নিতে হবে। আর এর আগেও একবার হয়েছে। অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটেছে। আর এই ঘটনা তো এমনি ঘটে না। ঘটনার পিছনে বহু কারণ থাকে। ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে। অনেকগুলো দিন, মাস, বছর থাকে।”
তাপস রায়ের দাবি, সেসব কারণেই অনেকের জীবনে এ ধরনের একটা পরিবর্তন, একটা দল থেকে অন্য দলে যাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, একটা সময় ভেবেছিলেন, রাজনীতি করবেন না। প্রায় বছরখানেক আগে ভেবেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন। ভাল লাগছিল না। তাপস রায়ের দাবি, “কিছু ঘটনা, অসম্মানের কারণে এটা মনে হচ্ছিল। অনেকে অসম্মানটা হজম করতে পারে, মেনে নিতে পারে। আমার পক্ষে শক্ত হচ্ছিল। তবে আমাকে যখন যে কাজ দিয়েছে, দায়িত্ব আমার উপর বর্তেছে নিবিড়ভাবে তা পালন করেছিলাম।”