BJP MLA: ভাতা আটকে বিধায়কদেরই, সরব বিজেপির শঙ্কর
BJP MLA: এদিন বাজেটের ওপর আলোচনায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য বিধায়কদের পাওয়া ভাতাই আটকে রয়েছে।
কলকাতা: বিল কাটা হলেও ভাতা পাননি বিধায়কেরা। বৃহস্পতিবার বিধানসভায় এমনই অভিযোগ তুললেন বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। এদিন বাজেটের ওপর আলোচনায় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য বিধায়কদের পাওয়া ভাতাই আটকে রয়েছে। সাধারণত বিধায়কেরা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকগুলিতে যোগ দিলে বৈঠক প্রতি ২০০০ টাকা করে পান। মাসের শেষে একটি ফর্মে সই করতে হয় তাঁদের। সেই ফর্ম জমা দিলে টাকা পান নির্দিষ্ট সময়ে। কিন্তু গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বররের সেই ভাতা মেলেনি বলেই অভিযোগ উঠেছে।
এদিন শঙ্কর ঘোষের অভিযোগ শুনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রথমে জানান, সংশ্লিষ্ট অফিসারেরা জানিয়েছেন, সব বিল ছাড়া হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণ পর তিনি জানান, ডিসেম্বর পর্যন্ত বিল কাটা হয়েছে, বাকি কাজ এখনও বাকি। লোকের অভাব থাকায় ও অফিসারেরা অন্য কাজে ব্যস্ত থাকায় সেই কাজ আটকে আছে বলেও জানান তিনি।
পরে বিধানসভা কক্ষের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ আবারও একই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘শাসক দলের বিধায়কেরাও এই ভাতা পাচ্ছেন না। তবে অনেক বাধ্যবাধকতা আছে বলে ওঁরা এ কথা বলতে পারছেন না।’
একই সঙ্গে এদিন মিড ডে মিল নিয়েও প্রশ্ন তোলেন শঙ্কর ঘোষ। বিজেপি অনেকদিন ধরেই দাবি করেছে, মিড ডে মিল কারা পায়, সেই পড়ুয়ার সংখ্যাতেও গরমিল আছে। এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেন, সম্প্রতি স্কুলে স্কুলে যে হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে, তাতেই গরমিল ধরা পড়ে যাচ্ছে। তাঁর মতে, মিড ডে মিলের প্রাপকের সংখ্যা বেশি হলেও ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে পড়ুয়ার সংখ্যা এত কম কেন? এ বিষয়ে তদন্তের দাবি করেছেন তিনি।