BJP against Akhil Giri: অখিলের পদত্যাগ চেয়ে পথে নামল বিজেপি, মন্ত্রীর বিরুদ্ধে FIR নন্দীগ্রামে
BJP against Akhil Giri: শুক্রবার নন্দীগ্রামে মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
কলকাতা : রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে প্রকাশ্য সভায় মন্তব্য করার অভিযোগে অবিলম্বে রাজ্যের মৎস্য দফতরের মন্ত্রী অখিল গিরির পদত্যাগ দাবি করেছে বঙ্গ বিজেপি। শুক্রবার নন্দীগ্রামে অখিলের ওই মন্তব্যের পর শনিবার সকাল থেকেই পথে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই কলকাতার রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। শুধু কলকাতা নয়, একাধিক জেলাতেও রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। নন্দীগ্রামে বিজেপির তরফে একটি এফআইআর করা হয়েছে অখিল গিরির বিরুদ্ধে।
শনিবার সেন্ট্রাল অ্যাভিনিউ-তে বঙ্গ বিজেপির তরফে বিক্ষোভ মিছিল হয়। বিজেপি নেতা-কর্মীরা অখিল গিরির কুশপুতুল হাতে পথে নামেন। তাঁদের দাবি, রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি। তাই অবিলম্বে তাঁকে মন্ত্রীপদ থেকে বহিষ্কার করা উচিত, বিধায়ক পদও খারিজ করে দেওয়া উচিত। বিজেপি নেতাদের দাবি, দল থেকে বহিষ্কার করার পাশাপাশি এফআইআর করে গ্রেফতার করা উচিত অখিল গিরিকে। এতে দেশের সম্মান নষ্ট হয়েছে বলে উল্লেখ করেছে বিজেপি।
এদিকে, নন্দীগ্রামে অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে শুরু হয়েথে বিক্ষোভ। নন্দীগ্রামের তেখালিতে বিজেপি আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। মূলত উপজাতি মোর্চার তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। পাশাপাশি, নন্দীগ্রাম থানায় মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি নেতৃত্ব।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারাও। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুণ্ডার দাবি, অখিল গিরি যে ভাবে কথা বলেছেন, তা থেকে বোঝা যাচ্ছে, তৃণমূল সরকার ও মন্ত্রীদের মহিলাদের প্রতি কোনও সম্মান নেই, আদিবাসী সমাজের প্রতি কোনও সম্মান নেই।
আর এক কেন্দ্রীয় নেতা গৌরব ভাটিয়াও রাজ্যের মন্ত্রীর মন্তব্যে প্রতিবাদ জানিয়েছেন। শুধু বিজেপি নয়, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপমান করা হলে অবশ্যই তাক প্রতিবাদ করব। সরকারের পরিবর্তন দাবি করেছেন তিনি।
শুক্রবার নন্দীগ্রামের সভায় অখিল গিরির রাষ্ট্রপতির রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরই টুইটে প্রতিবাদ জানান বিজেপি নেতা অমিত মালব্য, সুকান্ত মজুমদার।